হংকংয়ের চিনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এএফপি
হিংসা থামছে না। এর মধ্যেই হংকংয়ের পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল, অন্তঃসত্ত্বা এক মহিলার উপরে পেপার-স্প্রে (মরিচ-গুঁড়ো) ছড়িয়ে তাঁকে মাটিতে ফেলে দেওয়ার। আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি জোশুয়া ওয়ং টুইটারে এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
তাতে দেখা যাচ্ছে, সশস্ত্র পুলিশ বাহিনী ওই মহিলাকে ঘিরে ধরেছে। তাদের মধ্যে এক জন পেপার স্প্রে নিয়ে হঠাৎই ওই মহিলার মুখে ছেটাতে শুরু করেছে। মহিলা যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুটা দূরে সরে যাচ্ছেন। তবে পুলিশের সঙ্গে তাঁর বাদানুবাদ থামেনি। তার মধ্যেই ওই অফিসারকে দেখা গিয়েছে মহিলাকে নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছেন।
তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। অনলাইন অ্যাকাউন্ট থেকে বোঝা যাচ্ছে, আজ সকাল দশটা নাগাদ কৌলুনের হাং হুমে ঘটনাটি ঘটেছে। এ দিন ফের হিংসা ছড়িয়েছে হংকংয়ের পথে। এক হাজারেরও বেশি মানুষ আজ দুপুরে ফের রাস্তা অবরোধ করেন। হংকংয়ের শাসক ক্যারি ল্যাম আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘‘অত্যন্ত স্বার্থপর আচরণ করছে ওরা। এখন অবশ্য বিভিন্ন পেশার মানুষ হিংসা থেকে সরে আসার কথা ভাবছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy