Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Polio

Polio detected: নিউইয়র্কে পোলিয়োর হদিস, স্থানীয় ভাবে সংক্রমণ ছড়ানোর ইঙ্গিত, মনে করছেন বিশেষজ্ঞরা

একে অত্যন্ত উদ্বেগের বলে দাবি করে নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার জানান, খতিয়ে দেখা হচ্ছে, শহরে ও প্রদেশে তা কতটা ছড়িয়েছে।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ২২:০৩
Share: Save:

নিউইয়র্কে পোলিয়োর হদিস। স্বাস্থ্যকর্তাদের অনুমান, স্থানীয় ভাবে পোলিয়ো সংক্রমণ ছড়িয়েছে। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বলে চিহ্নিত করে নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার মেরি ব্যাসেট জানিয়েছেন, স্বাস্থ্য দফতর যুদ্ধকালীন তৎপরতায় খতিয়ে দেখছেন, পোলিয়ো শহরে এবং প্রদেশে কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

নিউইয়র্কে পোলিয়োর হদিস পাওয়ার পরই শুরু হয়েছে সংক্রমণের গতিপ্রকৃতি বোঝার চেষ্টা। মেরি বলেন, ‘‘প্রতিটি পোলিয়োর ঘটনা চিহ্নিত হওয়ার অর্থ হল শতাধিক এখনও চিহ্নিত হয়নি। পোলিয়ো থেকে দূরে থাকার একমাত্র রাস্তা হল প্রাপ্তবয়স্ক ও শিশুদের পোলিয়ো টিকার আওতায় নিয়ে আসা।’’

নিউইয়র্ক শহরে ইদানীং পোলিয়ো টিকাকরণের হার কমতির দিকে। ২০১৯ থেকেই শহরে কমছে টিকাকরণের হার। যা নতুন করে পোলিয়ো ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্যকর্তারা বলছেন, নিউইয়র্ক শহরের ছ’মাস থেকে পাঁচ বছর বয়সি ১৪ শতাংশ শিশুর পোলিয়ো টিকাকরণ শেষ হয়নি।

জুলাইয়ে নিউইয়র্কের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছিলেন, শহরতলির রকল্যান্ড কাউন্টিতে এক প্রাপ্তবয়স্ক পোলিয়োতে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। পরবর্তীতে রকল্যান্ড কাউন্টি ও পার্শ্ববর্তী অরেঞ্জ কাউন্টিকেও পোলিয়ো শনাক্ত হয়েছে।

পোলিয়ো টিকা নেননি এমন প্রাপ্তবয়স্কদের মধ্যে পোলিয়োর যে রূপটি ধরা পড়েছে তা জিনগত ভাবে রকল্যান্ড ও অরেঞ্জ কাউন্টির নিকাশীর নমুনার সঙ্গে যুক্ত। সংক্রমণের শৃঙ্খলটি ঠিক কোথা থেকে শুরু হয়েছিল তা এখনও স্পষ্ট নয়, তবে নিকাশির নমুনা থেকে স্বাস্থ্যকর্মীরা মনে করছেন, নিউইয়র্ক সিটি মেট্রোপলিটন এলাকায় ভাইরাসটি স্থানীয় ভাবে ছড়িয়ে পড়েছে।

অন্য বিষয়গুলি:

Polio Newyork
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy