দু’দিনের সফরে আমেরিকা পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর তিন রাষ্ট্রপ্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মোদী চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসাবে ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন। মোদীর আগে যে তিন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাঁরা হলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা।
বৃহস্পতিবার আমেরিকায় পৌঁছোনোর পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, ‘কিছু ক্ষণ আগে ওয়াশিংটনে নামলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য এবং ভারত-আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্র প্রস্তুত করার জন্য মুখিয়ে রয়েছি।’ ভারত এবং আমেরিকা এই দুই দেশ বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করবে বলে জানান মোদী।
দু’দিনের আমেরিকা সফরে মোদী ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে থাকবেন। সাধারণত যে সমস্ত বিদেশি রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, তাঁদের রাজকীয় এই বাড়িতে রাখা হয়। ব্লেয়ার হাউসকে অনেকেই ‘বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল’ বলে দাবি করে থাকেন। অতীতেও বহু রাষ্ট্রপ্রধান এই বাড়িতে থেকেছেন।
মোদী ব্লেয়ার হাউসে যাচ্ছেন শুনে বহু অনাবাসী ভারতীয় সেখানে জড়ো হন। তাঁদের হাতে ধরা ছিল আমেরিকা এবং ভারতের পতাকা। মোদী তাঁদের সঙ্গে দেখা করেন। অন্য দিকে, ওয়াশিংটনে পৌঁছেই আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে দেখা করেন মোদী।
আরও পড়ুন:
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানায় ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ আয়োজিত হয়। পরের বছর, ২০২০ সালে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে মোদীর আমেরিকা সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তা জানতে কৌতূহলী সবাই।