নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদীর মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। বাংলায় আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের কবিতা।
যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের কাছেও সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যব৭হার না করতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বললেন মোদী।
আসুন ভারতে টিকা তৈরি করুন, নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বললেন মোদী।গোটা বিশ্বের ভারত ডিএনএ টিকা তৈরি করেছে। দাবি মোদীর।
আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ভারতীয়ের উন্নয়ন হলে পৃথিবীরও উন্নয়ন হবে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত। বললেন মোদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy