মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত সফররত দুবাইয়ের যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‘দু’দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।’’ এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যুবরাজকে স্বাগত জানান। জয়শঙ্কর বলেন, ‘‘আমাদের বিস্তৃত সহযোগিতা এবং প্রাণবন্ত সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করা হবে।’’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘ঐতিহ্যগত ভাবে, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারতের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে আদানপ্রদানে দুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুবরাজের এই সফর দু’দেশের মধ্যে কৌশলগত অংশীদারি আরও দৃঢ় করবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)