এমভি আবদুল্লা নামে জাহাজটি। ছবি: সংগৃহীত।
এ বার ভারত মহাসাগর লাগোয়া এডেন উপসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। বাংলাদেশের সংবাদপত্র জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে সোমালি জলদস্যুরা অপহরণ করে এমভি আবদুল্লা নামে ওই জাহাজটিকে।
জলদস্যুরা জাহাজটি দখল করার ঠিক আগে নাবিকদের তরফে ‘বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর এক আধিকারিকের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় বলে সে দেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-তে প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে। ওই বার্তায় লেখা ছিল, ‘‘আমরা সোমালিয়া জলদস্যুদের হাতে আক্রান্ত, দয়া করে সাহায্য পাঠান।’’
বাংলাদেশের শিল্পগোষ্ঠী কবির গ্রুপ-এর মালিকানাধীন ওই জাহাজটি অপহরণ করে সোমালি জলদস্যুরা কোনও গোপন ডেরায় নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণ ভাবে এমন অপহৃত জাহাজ ও নাবিকদের মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে তারা। প্রকাশিত খবরে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এমভি আবদুল্লার নাবিক আসিফুর রহমান ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘‘সোমালিয়ার জলদস্যুদের হাতে আমরা আক্রান্ত। তবে সবাই সুস্থ ও নিরাপদে আছি। আমাদের জন্য প্রার্থনা করুন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy