সিঙ্গাপুরে বেড়ে গিয়েছে কন্ডমের বিক্রি। ছবি: টুইটার থেকে নেওয়া।
সংবাদ শিরোনামে করোনাভাইরাস। প্রতিদিনই সংক্রমণের খবর, প্রতিদিনই মৃত্যুর খবর। শুধু চিনেই নয় আরও বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। রেহাই পায়নি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরও। করোনাভাইরাস থেকে বাঁচতে নিজেদের মতো করে নানান ব্যবস্থা নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। আশ্চর্য কাণ্ড, এই সুবাদে সেখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কন্ডোম।
ছোঁয়াচে করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক বা অন্যান্য সরঞ্জামে টান পড়তে শুরু করেছে সিঙ্গাপুরে। যতটা চাহিদা, তার থেকে অনেক কম সরবরাহ হচ্ছে। ফলে নিজেদের মতো করেই ভাইরাসের ছোঁয়া এড়িয়ে চলার চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষ। আর এই কারণেই সিঙ্গাপুরে কন্ডোমের বিক্রি বেড়ে গিয়েছে। দোকানগুলিতে স্টক প্রায় শেষের মুখে।
আসলে করোনাভাইরাসে হাত থেকে নিজেদের বাঁচাতে কন্ডোম ব্যবহার করছেন সিঙ্গাপুরবাসীরা। পাবলিক প্লেসে সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত হচ্ছে কন্ডোম। যেমন, লিফটের মতো জায়গায় কন্ডোম ব্যবহার করছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আঙুলে কন্ডোম পরে লিফটের বোতাম টিপছেন।
আরও পড়ুন: বাদাম, বিস্কুট, রান্না করা মাংসের ভিতর ঢুকিয়ে বিদেশি মুদ্রা পাচারে চেষ্টা
আরও পড়ুন: বিজেপি হারলেও চর্চা চলছে ‘রিঙ্কিয়া কে পাপা’-কে নিয়ে
দেখুন সেই পোস্ট:
Reasons for overcrowding in Singapore in the next decade or so:
— 미카엘라 #SALUTE 🍃🐻🍑 (@jjaenwoong) February 7, 2020
sg stores running out of condoms due to overreacting sgreans using condoms as gloves during the virus outbreak instead of its actual purpose pic.twitter.com/YX1bsCyAlD
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy