ঠিক কী করতে চাইছেন এলন মাস্ক। বুঝতেই পারছে না কেউ। ফাইল চিত্র।
ছাঁটাই হওয়ার পর অদ্ভুত অভিজ্ঞতা হল এক প্রাক্তন টুইটারকর্মীর। শুক্রবারই কোম্পানির সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকে গিয়েছিল। তার তিন দিনের মাথায় আচমকা পুরনো অফিস থেকে একটি চিঠি এসে পৌঁছল প্রাক্তন কর্মীর বাড়িতে। সঙ্গে একখানি উপহারও। সেই চিঠিতে প্রাক্তন কর্মীকে টুইটার লিখেছে, ‘‘টুইটারে ১০ বছর পূর্তির জন্য আপনাকে অভিনন্দন! আগামী বছর আপনি নতুন কী করতে চলেছেন, তা জানতে এখন থেকেই মুখিয়ে আছি আমরা। মনে রাখবেন, আমরা এক পরিবারের সদস্য।’’
টুইটারের ওই কর্মীর নাম এলেন ফিলাডেলফো। টুইটারে তাঁর ১০ বছর সম্পূর্ণ হওয়ার দিন তিনেক আগেই ছাঁটাইয়ের খবর পান তিনি। টুইটারে থাকলে গত সোমবার ১০ বছর পূর্ণ হত তাঁর। উপহার-সহ চিঠিটিও তাঁর কাছে এসেছে সোমবারই। যা দেখে হাসবেন না কাঁদবেন ভেবে পাচ্ছেন না এলেন। শেষ পর্যন্ত প্রতিক্রিয়া জানানোর জন্য তিনি বেছে নিয়েছেন টুইটারকেই।
got a special delivery today!! pic.twitter.com/Xzc3cmEEfJ
— Elaine Filadelfo (@ElaineF) November 7, 2022
উপহার বলতে একটি কাঠের চৌকো টুকরো তাতে খোদাই করে লেখা ১০ সংখ্যাটি। সেই উপহার এবং তার সঙ্গের চিঠির ছবি দিয়ে এলেন লিখেছেন, ‘‘আজ একটা বিশেষ উপহার পেলাম।’’ ১০ বছর কাটিয়ে দেওয়া একটি অফিসের সঙ্গে আচমকা সম্পর্ক ছিঁড়ে যাওয়ার বেদনা থাকেই। এলেন অবশ্য সে সব বলেননি। তবে আরও একটি টুইটে তিনি জানিয়েছেন, প্রথমে ভেবেছিলেন ভুল করে এসেছে, কিন্তু পরে উপহারের খামের তারিখ দেখে তিনি জানতে পেরেছেন উপহারটি ৬ নভেম্বরই পাঠানো হয়েছে প্রেরকের তরফে। অর্থাৎ ছাঁটাইয়ের দু’দিন পরে!
এলেনের দেওয়া ওই ছবি আর বক্তব্য দেখার পর নেটমাধ্যমে অনেকেই অবাক হয়েছেন। কারও কারও মন্তব্য মিলে গিয়েছে বাংলা প্রবাদ ‘জুতো মেরে গরুদান’-এর সঙ্গে।
this is 100p real and not a bit. look at the date on the tracking sticker!
— Elaine Filadelfo (@ElaineF) November 7, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy