গাড়ি রাখার গ্যারাজটির ভেঙে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ছবি: টুইটার।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নিউইয়র্ক সিটির গাড়ি রাখার জন্য তৈরি চার তলা একটি গ্যারেজ। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এক জন শ্রমিক নিহত এবং কমপক্ষে পাঁচ জন শ্রমিক আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
গাড়ি রাখার গ্যারাজটির ভেঙে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্যারেজ ভেঙে যাওয়ার পর একের পর এক গাড়ি নীচে পড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
Shocking images. Rescue workers arrive in minutes after garage collapse on Ann Street in the Financial District in Lower Manhattan just moments ago. #NewYorkCity pic.twitter.com/clHgTXVY2n
— Erasmo Guerra (@erasmoguerra) April 18, 2023
নিউ ইয়র্ক প্রশাসন সূত্রে খবর, নিউ ইয়র্ক পেস ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছের পার্কিং কাঠামোতে এই ঘটনাটি ঘটেছে।
নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেন, ‘‘প্রাথমিক ভাবে অনুমান, গ্যারেজ ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা। কেউ ষড়যন্ত্র করে কিছু করেছে বলে মনে হচ্ছে না।’’
নিউইয়র্ক সিটির দমকল বিভাগের প্রধান জন এসপোসিটো বলেন, ‘‘দমকলকর্মীদের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ছিল। কারণ ওই কাঠামোটি ক্রমাগত ধসে যাচ্ছিল।’’ উদ্ধার আর অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য ড্রোন এবং রোবট মোতায়েন করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘‘কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২০০৩ সাল থেকে এই কাঠামোটি-সহ ২৫টি কাঠামোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy