দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন পাকিস্তানের মন্ত্রীর। ছবি সৌজন্য টুইটার।
কাঁচি নয়, দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী। যা দেখে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। কেউ বলছেন, ‘ডাবর লাল দাঁতের মাজনের কামাল’। তো কেউ আবার বলেছেন, ‘বাহ! এ রকমই মন্ত্রী দরকার।’
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একটি দোকান উদ্বোধনে গিয়েছিলেন কারামন্ত্রী ফৈয়জ-উল-হাসান। ফিতে কাটার জন্য হাতে বাড়াতেই তাঁকে কাঁচি এগিয়ে দেওয়া হয়। মন্ত্রী কাঁচি দিয়ে ফিতে কাটার চেষ্টা করেন। কিন্তু ফিতে না কাটায় মন্ত্রী আর অপেক্ষা করেননি। উপস্থিত সকলকে চমকে দিয়ে তিনি ফিতেটা ধরে দাঁত দিয়ে কাটা শুরু করে দেন। বেশ কয়েক বার চেষ্টার পর সফলও হলেন।
اپنے حلقے میں دوکان کے افتتاح کا انوکھا انداز۔۔۔!!! قینچی کند اور خراب تھی۔۔!!! مالک دوکان کو شرمندگی سے بچانے کے لیے نیا عالمی ریکارڈ قائم کر دیا۔۔!!!@UsmanAKBuzdar pic.twitter.com/MRxedX0ZaB
— Fayaz ul Hassan Chohan (@Fayazchohanpti) September 2, 2021
দাঁত দিয়ে ফিতে কেটে উদ্বোধনের এমন দৃশ্য খুবই বিরল। যা নিয়ে নেটদুনিয়ায় বিপুল চর্চা হচ্ছে। অনেকে কৌতুকের সুরে বলেছেন, বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন পাক মন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy