ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করল পাকিস্তান। ভারতের জন্য তারা আকাশসীমা আগেই বন্ধ করে দিয়েছে। তবে অন্য বিদেশি বিমানগুলিকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না। পাকিস্তানের আকাশ দিয়ে যে সমস্ত বিমান যাতায়াত করে, সেগুলির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় সুরক্ষার কথা উল্লেখ করে বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট এবং স্কার্দু শহর থেকে বুধবার সব বিমান বাতিল ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যমে দাবি, পাকিস্তানের আকাশসীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নতুন নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, দেশের আকাশে সমস্ত বিমানের উপর নজরদারি চালানো হবে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে যে বিদেশি সংস্থারা, সেগুলির উপরেও নজরদারি চলবে। বাড়তি নজর রাখা হবে ভারতের উপর দিয়ে আসা বা ভারত থেকে আসা বিদেশি বিমানগুলির উপরেও। যে কোনও সন্দেহজনক বিমানের যাত্রা স্থগিত করা হচ্ছে। সেগুলির জন্য উচ্চ পর্যায়ের অনুমতি লাগবে।
আরও পড়ুন:
গিলগিট এবং স্কার্দুর সব বিমান বাতিল করে কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি সতর্কতামূলক পদক্ষেপের অংশ। জাতীয় আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করা হয়েছে। দেশের সকল বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে পাকিস্তান। যাঁরা বিমানবন্দরগুলিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ করেন, তাঁদের জন্য ইসলামাবাদ থেকে গিয়েছে বিশেষ নির্দেশিকা। বলা হয়েছে, যে কোনও সন্দেহজনক বিমান আটকে তার পাইলটের কাছ থেকে ‘এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর’ চাইতে হবে। অর্থাৎ, বিমানটিকে পাকিস্তান দিয়ে যাতায়াতের অনুমতি যে দেওয়া হয়েছে, তার প্রমাণ দেখাতে হবে পাইলটদের। উপযুক্ত নথি এবং পরিচয়পত্র ছাড়া কোনও বিমানকে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে না। এ ছাড়া, সমস্ত বিমানবন্দরের আধিকারিকদের নির্দিষ্ট পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় ২৬ জনের। এই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাল্টা হিসাবে পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ দেওয়া হয়েছে। পহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের দিক থেকে সামরিক প্রত্যাঘাত হতে পারে, আশঙ্কা করছে ইসলামাবাদ। সেই কারণেই আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হল।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৯:২৭
জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে -
মোদি, রাজনাথের মুখে পরমাণু হুমকি প্রসঙ্গ, বিদেশ সচিব জানালেন হুমকি দেয়নি পাকিস্তান
-
‘১৭ বছর ধরে ভারতে কাজ করছি, আমরা তো ভারতীয়ই’! কোর্টে তুরস্কের সংস্থা, কী যুক্তি কেন্দ্রের
-
‘অপারেশন সিঁদুরে’র প্রাণ— চোখে চোখ রেখে বদলা, পাকিস্তানি সেনাদের মেরে ঘাঁটি গুঁড়িয়েছে পুঞ্চ ব্রিগেড
-
‘আমি ওর সঙ্গে কাশ্মীরেও গিয়েছি’ কলকাতার বন্ধু সৌমিত কী জানালেন জ্যোতির সফর নিয়ে