বালোচিস্তানের পরিস্থিতির জন্য ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে পাকিস্তান। পাকিস্তানের জাফর এক্সপ্রেসে বালোচ বিদ্রোহীদের হামলার পরেও একই ধরনের অভিযোগ তুলেছিল পাকিস্তান। ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারতও। এ বার ফের একবার নয়াদিল্লির দিকে অভিযোগ চাপানোর চেষ্টা করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক অভিযোগ তোলে, সে দেশে ‘সন্ত্রাসবাদে উৎসাহ জোগাচ্ছে’ ভারত। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকত আলি খান বলেন, “ভারতের স্পষ্ট যোগ রয়েছে… পাকিস্তানে সন্ত্রাসে উৎসাহ দেওয়া এবং বালোচিস্তানের স্থিতিশীলতাকে নষ্ট করার ক্ষেত্রে তাদের যোগ থাকার বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট।”
কয়েক দিন আগেই পাকিস্তানের বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণ করেন বালোচিস্তানের বিদ্রোহীরা। ট্রেনের ২১ জন যাত্রীকে হত্যা করেন বিদ্রোহীরা। পাক সেনার অভিযানে ওই ট্রেন অপহরণের ঘটনায় ৩৩ জন বালোচ বিদ্রোহীরই মৃত্যু হয়। গত সপ্তাহের ওই ঘটনার পরেই এ বার বালোচিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের উপর দায় চাপানোর চেষ্টা পাকিস্তানের। ওই ঘটনার প্রসঙ্গে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের অভিযোগ, জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় ভারত কোনও নিন্দা জানায়নি। বস্তুত, গত সপ্তাহেও পাকিস্তান একই ধরনের অভিযোগ তুলেছিল পাকিস্তান। ওই সময়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। পাকিস্তানের নাম না-করে তিনি বলেন, “পাকিস্তানের নাম না-করে তাঁর খোঁচা, “গোটা বিশ্ব জানে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায় রয়েছে।” জয়সওয়াল বলেছিলেন, “নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের উপর দোষ চাপানোর পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।”
আরও পড়ুন:
বালোচিস্তান নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক দাবির পরে নয়া দিল্লির কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। তবে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে বৃহস্পতিবারই সংসদে মন্তব্য করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ রাজ্যসভায় জানান, পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কিছু খবর পাওয়া গিয়েছে। ভয় দেখানো, অপহরণ, নিপীড়ন, জোর করে ধর্মান্তকরণ এবং জোর করে বিয়ের মতো ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠে এসেছে বলে রাজ্যসভায় জানান তিনি।