এ বছর আরও দামি হচ্ছে নোবেল পুরস্কার। অর্থমূল্যে।
নোবেল ফাউন্ডেশন বৃহস্পতিবার জানিয়েছে, পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হচ্ছে ১১.১১ শতাংশ।
তার ফলে এ বার নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ১ কোটি সুইডিশ ক্রোনার। যা ভারতীয় মুদ্রায় ৮ কোটি ১৪ লক্ষ টাকা।
অক্টোবরের প্রথম সপ্তাহেই (যে সপ্তাহ সোমবার থেকে শুরু) বিজ্ঞান (পদার্থবিদ্যা, রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান), অর্থনীতি, সাহিত্য ও শান্তির ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে।
নোবেল পুরস্কারের অর্থমূল্য শেষ বেড়েছিল তিন বছর আগে ২০১৭-এ। বেড়ে হয়েছিল ৯০ লক্ষ সুইডিশ ক্রোনার।
গত বছর বিজ্ঞান, অর্থনীতি ও শান্তির যে ৫ টি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় তার প্রতিটিতেই অর্থমূল্য ছিল ৯০ লক্ষ সুইডিশ ক্রোনার।
এটাও উল্লেখ করা যায় গত বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়নি। এ বার সাহিত্যে একই সঙ্গে দু'বছরের প্রাপকদের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: কপাল খুলে দিল করোনা, অতিমারির সৌজন্যেই কোটিপতি দম্পতি
কোনও বিভাগে দুই বা তিন জন সেই পুরস্কার ভাগাভাগি করে পেলে সেই অর্থ ভাগ করে দেওয়া হয়। তবে সেই ভাগাভাগিটা নির্ভর করে নোবেলজয়ীদের কাজের গুরুত্ব ও অবদানের ওপর। অতীতে বহু বার এমন হয়েছে কোনও একটি বিভাগে তিন জন পুরস্কার পেয়েছেন কিন্তু অর্থ সমান ভাবে ভাগ করা হয়নি। তিন জনের এক জন পেয়েছেন মোট অর্থমূল্যের অর্ধেক। তাঁর কাজের স্বীকৃতির নিরিখে। আর বাকি দু'জনের মধ্যে মোট অর্থমূল্যের বাকি অর্ধেকটা ভাগাভাগি করে দেওয়া হয়েছে।
প্রতি বছরই অক্টোবরের প্রথম সপ্তাহে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এটাই নোবেল পুরস্কারের সনদে লেখা আছে। আর এই পুরস্কারের পদক ও মানপত্রগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
আরও পড়ুন: ধূমকেতুতেও জ্যোতির্বলয়! হদিশ মিলল নাসা, এসার অভিযানে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy