Advertisement
২০ নভেম্বর ২০২৪

হামলার পরে পার্কিং লটেই বসে টাইপিং, বেরোল কাগজও

‘‘শুক্রবারের কাগজ বেরোবেই।’’ কাল ক্যাপিটাল গেজ়েটের দফতরে বসে এটাই টুইট করেন চিত্রসাংবাদিক জোসুয়া ম্যাকেরো। আর আজ সকাল হতে না-হতেই অ্যানাপলিসের রাস্তায় চোখে পড়ল নীল-সাদা মাস্টহেডে লেখা ‘দ্য ক্যাপিটাল’। শিরোনাম, ‘ফাইভ শট ডেড অ্যাট দ্য ক্যাপিটাল’। সঙ্গে ওই ৫ জনের ছবিও।

সংবাদ সংস্থা
অ্যানাপলিস (মেরিল্যান্ড) শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৩:৪৯
Share: Save:

আবছা রক্তের দাগ তখনও থেকে গিয়েছে নিউজ় রুমে। তবু ওঁরা নাছোড়াবান্দা। ঘণ্টা তিনেকও হয়নি বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে ৫ সহকর্মীর। মোবাইল আর ল্যাপটপ নিয়ে তবু বাকিরা টেবিল-চেয়ার পেতে বসে পড়লেন পার্কিং লটে।

‘‘শুক্রবারের কাগজ বেরোবেই।’’ কাল ক্যাপিটাল গেজ়েটের দফতরে বসে এটাই টুইট করেন চিত্রসাংবাদিক জোসুয়া ম্যাকেরো। আর আজ সকাল হতে না-হতেই অ্যানাপলিসের রাস্তায় চোখে পড়ল নীল-সাদা মাস্টহেডে লেখা ‘দ্য ক্যাপিটাল’। শিরোনাম, ‘ফাইভ শট ডেড অ্যাট দ্য ক্যাপিটাল’। সঙ্গে ওই ৫ জনের ছবিও।

বছর তিনেক আগে জঙ্গি হামলা হয়েছিল প্যারিসের সাপ্তাহিক ব্যঙ্গ-পত্রিকা ‘শার্লি এবদো’-র দফতরে। পরবর্তী সংস্করণ প্রকাশের আগে তবু শার্লির সাংবাদিক-কর্মীরা কয়েকটা দিন সময় পেয়েছিলেন। মার্কিন মুলুকে ক্যাপিটাল-কর্মীরা কাল দিন-রাত এক করে বুঝিয়ে দিলেন, তাঁদের কলমও থামতে জানে না। হামলার প্রতিক্রিয়ায় ক্যাপিটালের সম্পাদক জিমি ডিবাটস কাল টুইট করেছিলেন, ‘‘আমরা শোকাহত, সব তছনছ হয়ে গেল।’’ তার খানিক পরেই অবশ্য চোয়াল শক্ত করে নেন তিনি। ফের টুইট করেন, ‘‘সপ্তাহে চল্লিশ ঘণ্টার চাকরি আমরা করিনা। বেতনও তেমন আহামরি কিছু নয়। শুধু মানুষের হয়ে কথা বলার ওই প্যাশন-টুকুই যা সম্বল। তাই কাল কাগজ বেরোবেই।’’

বন্দুকবাজের গুলিতেও থেমে রইল না সংবাদপত্র। মোবাইল-ল্যাপটপ নিয়ে পার্কিং লটেই শুরু কাজ।

ক্যাপিটেল গেজ়েট আদতে ‘দ্য বাল্টিমোর সান’ মিডিয়া গ্রুপের স্থানীয় দৈনিক। শুক্রবারের সংস্করণ যাতে আটকে না-যায়, সে জন্য কাঁধ মিলিয়েছিলেন বাল্টিমোর সান-এর বহু সাংবাদিক-কর্মী। আজ তাঁদেরও ধন্যবাদ জানান ক্যাপিটালের কর্মীরা।

পুলিশ বলছে, প্রতিশোধ নিতেই হামলা চালিয়েছিল শ্বেতাঙ্গ বন্দুকবাজ জ্যারড ওয়ারেন রামোস। নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে ক্যাপিটালও। তবে পত্রিকার আসল উদ্দেশ্য যে সমাজের হয়ে কথা বলা, সেটাও আজ ফের মনে করে দিয়েছেন ক্যাপিটালের সম্পাদক। তাঁর কথায়, ‘‘আমাদের এখন যা মানসিক পরিস্থিতি, তাতে এই হামলা নিয়ে সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয়।’’

তা হলে কী থাকবে আগামী কয়েক দিনের কাগজে? সম্পাদকের স্পষ্ট বার্তা, ‘‘ব্রেকিং নিউজ় আমরা দিয়েই যাব। করবৃদ্ধি, স্কুল-কলেজে প্রশাসনিক সমস্যা থেকে বিনোদন— সব থাকবে কাগজে। এটাই তো আমাদের কাজ।’’ তবে আজ, শুধু শুক্রবারের জন্যই ফাঁকা রাখা হল সম্পাদকীয় পাতা। নিহতদের স্মৃতিতে ‘বাকরুদ্ধ’ পত্রিকা। কাল থেকে আবার শব্দে আর প্রতিবাদে ভরবে ক্যাপিটালের ‘ওপিনয়ন’ পাতা।

অন্য বিষয়গুলি:

Shooting Maryland newspaper Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy