Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Nepal

ভারতীয় এলাকা জুড়ে মানচিত্র অনুমোদন বিল পাশ নেপালের উচ্চকক্ষেও

গত শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষ, প্রতিনিধি সভার ভোটাভুটিতে উপস্থিত ২৫৮ জন সদস্যের সকলেই নয়া মানচিত্রের বিল সমর্থন করেছিলেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ১৬:৫১
Share: Save:

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ‘রোটি-বেটি’র আবেদনে কর্ণপাত করল না কাঠমান্ডু। নয়াদিল্লির আপত্তি উড়িয়ে এবার নেপাল পার্লামেন্টের উচ্চকক্ষ রাষ্ট্রীয় সভা (ন্যাশনাল অ্যাসেম্বলি)-য় পাশ হল নয়া মানচিত্র অনুমোদন বিল। এই সংবিধান সংশোধনী বিলে পার্লামেন্টের সিলমোহর দিয়ে এ বার আন্তর্জাতিক মঞ্চে তিন ভারতীয় এলাকা লিপুলেখ গিরিপথ, কালাপানি ও লিম্পিয়াধুরার দাবি পৌঁছে দিল নেপাল।

নেপাল পার্লামেন্ট সচিবালয়ের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫৯ সদস্যের রাষ্ট্রীয় সভার ৫৭ জন সদস্য এদিন ভোটাভুটির সময় হাজির ছিলেন। তাঁদের সকলেই বিলের পক্ষে ভোট দিয়েছেন। গত শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষ, প্রতিনিধি সভার (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ) ভোটাভুটির সময়ও উপস্থিত ২৫৮ জন সদস্যের সকলেই নয়া মানচিত্র অনুমোদনের বিল সমর্থন করেছিলেন।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বামপন্থী সরকারের আনা এই বিলকে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস, রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এমনকি, ভারতীয় বংশোদ্ভূত মদেশীয়দের রাজনৈতিক সংগঠন জনতা সমাজবাদী পার্টিও সমর্থন করেছে। গত ৩১ মে নেপালের আইনমন্ত্রী শিবমায়া তুম্বাহাম্পি উত্তরাখণ্ডের প্রায় ৪০০ বর্গকিলোমিটার ভারতীয় এলাকা জুড়ে নয়া মানচিত্রের খসড়া পেশ করেছিলেন। তার পর থেকেই ধারাবাহিক ভাবে ওলি সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছে ভারত। রাজনাথ ভারত ও নেপালের ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে আলোচনার মাধ্যমে বিতর্ক মেটানোর প্রস্তাবও দিয়েছিলেন নেপালকে।

আরও পড়ুন: গলওয়ানে ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক, অবস্থানে অনড় বেজিং

আরও পড়ুন: কাঁটা লাগানো এই লোহার রডেই চিনা হামলা, পাল্টা নয়া বর্মের পরিকল্পনা সেনার

অন্য বিষয়গুলি:

Nepal Nepal Parliament Nepal Map
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy