Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Joe Biden

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের মুখে কিসের দাগ? ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

বুধবার সকালে শিকাগোর উদ্দেশে উড়ে যাওয়ার আগে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে বক্তৃতা করেন বাইডেন। সে সময়ই তাঁর গালে ওই দাগ দেখা যায়।

Mystery line on Joe Biden’s face caused by sleep device explains white house

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৬:৩৪
Share: Save:

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি তেমন দাগ লক্ষ করেননি কেউ। অবশেষে ‘রহস্যময়’ সেই দাগের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। বুধবার বাইডেনের সচিবালয়ের তরফে জানানো হয়েছে, অশীতিপর প্রেসিডেন্টের মুখে ওই দাগ হয়েছিল ঠিকই। তবে এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে।

সম্প্রতি বাইডেনের দুই গালে একটা অদ্ভুত ছাপ লক্ষ করেন সাংবাদিকরা। বুধবার সকালে শিকাগোর উদ্দেশে উড়ে যাওয়ার আগে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন বাইডেন। সে সময়ই তাঁর গালে ওই দাগ দেখা যায়। কেউ কেউ দাবি করেন, বাইডেনের গালে ওই দাগ তাঁরা আগেও দেখেছেন।

বুধবারই প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব অ্যান্ড্রু বেটস জানান, ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত বাইডেন। এই রোগে ঘুমন্ত অবস্থায় মানুষের শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। নাক ডাকারও সমস্যা দেখা যায় কারও কারও ক্ষেত্রে। হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকেই এই রোগে আক্রান্ত বাইডেন। এই রোগ নিরাময়ের কারণেই সিপ্যাপ নামক এক যন্ত্রের সাহায্য নেন আমেরিকার প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে দু’টি ফিতের সাহায্যে একটি মাস্ক রোগীর মুখে পরিয়ে দেওয়া হয়। সহকারী প্রেস সচিব জানিয়েছেন, ওই ফিতের কারণেই গালে দাগ হয়ে যায় বাইডেনের।

উল্লেখ্য যে, বাইডেন আমেরিকার ইতিহাসে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০২০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানো প্রবীণ এই ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্য বিষয়গুলি:

Joe Biden White House US President CPAP Machine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy