হঠাৎই সাবওয়ে স্টেশনে হামলা আততায়ীদের। ছবি: রয়টার্স।
আবার বন্দুকবাজের হানা নিউ ইয়র্কে। মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিস্ফোরমের শব্দ। এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন আততায়ী। সানসেট পার্কের অনতিদূরের এলাকা ধোঁয়ায় ভরে যায়। স্টেশন থেকে শোনা যায় আমজনতার আর্ত চিৎকার। নিউ ইয়র্ক প্রশাসন সূত্রে খবর, এই আততায়ী হামলায় অন্তত ১৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। অকুস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকও।
নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক অনুমান গুলি কিংবা বড় কোনও বিস্ফোরক ব্যবহার হয়েছে। তারা তদন্ত চালাচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলত সকালের ব্যস্ততার মধ্যে অসুবিধায় পড়েন আশেপাশের নিত্যযাত্রীরা। তাছাড়া আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
নিউ ইয়র্কের দমকল দফতরের তরফে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে তারা এটুকু জানাচ্ছে যে, সকাল সাড়ে আটটা নাগাদ স্টেশন থেকে ধোঁয়া ওঠার খবর পেয়ে অকুস্থলে যান কর্মীরা। নিউ ইয়র্ক সিটি পুলিশের আবেদন, সবাই যেন ব্রুকলিন ফোর্থ অ্যাভিনিউয়ের ৩৬তম স্ট্রিট এড়িয়ে চলেন।
Graphic video circulating on social media shows the chaos moments after the 36th street Subway shooting in Brooklyn, New York. pic.twitter.com/u6Hm0vux0T
— Moshe Schwartz (@YWNReporter) April 12, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy