মডার্নার ফর্মুলা চুরির অভিযোগে তোলপাড়। ফাইল ছবি।
করোনার টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না মামলা করতে চলেছে অন্য টিকা প্রস্তুতকারী ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে। মডার্নার অভিযোগ, এই দুই সহযোগী সংস্থা করোনার টিকা তৈরির সময় তাদের স্বত্ব লঙ্ঘন করেছে। কোনও কিছুর স্বত্বাধিকার থাকলে ওই নির্দিষ্ট পণ্যটির উৎপাদনের ক্ষেত্রে বিশেষ আইনি অধিকার পাওয়া যায়।
শুক্রবার মডার্না একটি বিবৃতি জারি করেছে। তার মর্মার্থ হল, ফাইজার ও বায়োএনটেক কোভিড টিকা তৈরির সময় মডার্নার এমআরএনএ প্রযুক্তির স্বত্ব লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি করোনার টিকা উৎপাদনকারী সংস্থা হিসেবে মডার্না এবং ফাইজার অন্যতম।
সম্প্রতি মডার্নার ওমিক্রনের উপর কাজ করে এমন করোনার বুস্টার টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। করোনার ওমিক্রন রূপই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ ছড়াচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy