ইতিমধ্যেই ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। —প্রতীকী চিত্র।
বছরে ১০ লক্ষ বর্গ কিলোমিটার— ভয়াবহ গতিতে ভূমিক্ষয় চলছে বিশ্ব জুড়ে। জলবায়ু পরিবর্তন রোধ, প্রকৃতিকে রক্ষা করা কিংবা পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখা, ক্রমেই দুরূহ হয়ে উঠছে এ সব। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সংস্থার প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, ইতিমধ্যেই ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যা আকারে প্রায় দক্ষিণ মেরুর সমান। প্রকৃতিবিজ্ঞানীদের দাবি, অবিলম্বে ভূমির উপর অত্যাচার বন্ধ করা হোক। অন্যথায় বিপদ আসন্ন।
শীঘ্রই ‘আর্থ সামিট’ বসতে চলেছে সৌদি আরবের রিয়াধে। বিশ্ব জুড়ে বাড়তে থাকা মরু অঞ্চল রোধে আলোচনা হবে বিশেষজ্ঞ মহলে। অংশ নেবেন কমপক্ষ ২০০টি দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র নিয়ে রাষ্ট্রপুঞ্জের অন্য দু’টি সম্মেলনের তুলনায় এটির জনপ্রিয়তা কম। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া বিশ্ব সম্মেলনের লক্ষ্য পৃথিবীকে বাসযোগ্য রাখা। রিয়াধের সম্মেলনের আগে তাই গবেষণাপত্রটির প্রকাশ হওয়া তাৎপর্যপূর্ণ। এই রিপোর্টটির সঙ্গে যুক্ত রয়েছে ‘ইউনাইটেড নেশন কনভেনশন অন কমব্যাটিং ডেজ়ার্টিফিকেশন’ (ইউএনসিসিডি)। সংস্থার এগ্জিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম থিয়াও বলেন, ‘‘আমরা যদি জমির ভূমিকা বুঝতে না পারি, যথাযথ ব্যবস্থা নিতে না পারি, তার প্রভাব জীবনের সব ক্ষেত্রে পড়বে। ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারণ আরও কঠিন হয়ে উঠবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy