ভারতীয় কায়দায় হাতরুটি বানালেন বিল গেটস। ছবি: সংগৃহীত।
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস পারেন না এমন কোনও কাজ নাকি নেই। গেটস অনুগামীদের অনেকের দাবি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— সবেতেই ওস্তাদ বিল। কিন্তু তিনি রাঁধেন কেমন? তারই হাতেকলমে পরীক্ষা হয়ে গেল। ‘পরীক্ষা’র ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রান্নাঘরে ঢুকে ভারতীয় হাতরুটি বানালেন তিনি। কেমন বানালেন?
সেলেব্রিটি শেফ ইটান বেরনাথ একটি ভিডিয়ো টুইট করেছেন। সেই ভিডিয়োয় তাঁর সঙ্গেই রয়েছেন গেটস। দু’জনে মিলে ভারতীয় রুটি বানাচ্ছেন। ইটান জানিয়েছেন, তিনি সদ্য ভারতের বিহার থেকে ঘুরে এসেছেন। সেখান থেকে তিনি লোভনীয় রুটি তৈরি করার রহস্য শিখে এসেছেন। সেই রহস্যই ভাগ করে নিলেন গেটসের সঙ্গে।
.@BillGates and I had a blast making Indian Roti together. I just got back from Bihar, India where I met wheat farmers whose yields have been increased thanks to new early sowing technologies and women from "Didi Ki Rasoi" canteens who shared their expertise in making Roti. pic.twitter.com/CAb86CgjR3
— Eitan Bernath (@EitanBernath) February 2, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, গেটসকে সঙ্গে নিয়ে রুটি বানানোর তোড়জোড় করছেন ইটান। কাজ করতে করতেই গেটসকে তাঁর প্রশ্ন, ‘‘শেষ কবে রান্নাবান্না করেছ বলে মনে পড়ছে?’’গেটসের জবাব, ‘‘স্যুপ গরম করাকে যদি রান্না করা বল, তা হলে রোজই। কিন্তু এই সব (হাতের আটা মাখার দিকে দেখিয়ে) দীর্ঘ দিন বাদে করছি।’’
কিন্তু দুনিয়ার অন্যতম ধনী গেটস কেমন বানালেন রুটি? অনুগামীদের দাবি ছিল, তিনি পারেন না এমন কাজই নাকি নেই। কিন্তু সেই কাজের তালিকায় ভারতীয় হাতরুটি যে নেই, তা স্পষ্ট। রুটি বেলতে গিয়ে ঘেমেনেয়ে একশা অবস্থা দুনিয়ার সফটওয়্যার প্রযুক্তির অন্যতম দিকপালের। গেটসের রুটি যে গোল হচ্ছে না, সম্ভবত তা আঁচ করতে পেরে ইটান সটান বলেন, ‘‘রুটি বানানোর আসল রহস্য হল তা গোল করা।’’ ইটানের খোঁচা ধরতে পেরে গেটসের গলায় যেন হাল ছাড়ার সুর। তিনি বলেন, ‘‘খুব একটা গোল হচ্ছে না।’’ যদিও ভিডিয়োর শেষের দিকে গেটস যে রুটি ধরে পোজ দিয়েছেন, তা বেশ গোলগালই দেখিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy