Meet Eric Tse who became billionaire overnight dgtl
International news
৩৮৮ কোটি ডলার উপহার! রাতারাতি কোটিপতি ২৪ বছরের এরিক
এক রাতের মধ্যেই সারা বিশ্ব তাঁকে চিনে ফেলল। এক রাতের মধ্যেই বিশ্বের ধনীতমদের তালিকায় জায়গা করে নিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ১৪:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
এক রাতের মধ্যেই সারা বিশ্ব তাঁকে চিনে ফেলল। এক রাতের মধ্যেই বিশ্বের ধনীতমদের তালিকায় জায়গা করে নিলেন তিনি।
০২১৩
যাঁর কথা বলা হচ্ছে, তিনি মাত্র ২৪ বছরের এক যুবক। সবে পড়াশোনা শেষ করেছেন। কোটি কোটি ডলারের মালিক হওয়ার জন্য একবিন্দুও পরিশ্রম করতে হয়নি তাঁকে। যেন আকাশের চাঁদ নিজে থেকেই তাঁর হাতে চলে এসেছে!
০৩১৩
হাতে ‘চাঁদ’ পেয়ে জীবনটাকে এখন অন্য ভাবে উপভোগ করছেন তিনি। কখনও নামী মডেলদের সঙ্গে পার্টি করছেন তো কখনও বিল গেটসদের সঙ্গে একই টেবিলে ওঠাবসা করছেন, তো কখনও নামজাদা অভিনেতার পাশে বসে বাস্কেটবল খেলা দেখছেন।
০৪১৩
ওই যুবকের নাম এরিক সে। ওয়াশিংটনের সিয়াটল-এ জন্ম হলেও এরিকের বেড়ে ওঠা হংকং-এ।
০৫১৩
হংকংয়ের স্কুলেই তাঁর পড়াশোনা। পেনসিলভেনিয়ার হোয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন তিনি। বেজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যায়ের স্কলার ছিলেন তিনি।
০৬১৩
জানতে ইচ্ছা করছে তো কী ভাবে রাতারাতি কোটি কোটিপতি হয়ে উঠলেন এই যুবক? আসলে, ৩৮৮ কোটি ডলার উপহার পেয়েই রাতারাতি বিলিয়নেয়ার হয়ে গিয়েছেন এরিক।
০৭১৩
এরিকের বাবার পারিবারিক ব্যবসা। সাইনো বায়োফার্মাসিউটিকল লিমিটেডের প্রতিষ্ঠাতা তাঁর বাবা-ই। আর তাঁর মা সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর।
০৮১৩
সংস্থার সম্পত্তির পরিমাণ বর্তমানে ৮৫০ কোটি ডলার। সেই সম্পত্তির একটা অংশই ছেলে এরিককে উপহার দিয়েছেন টেসি দম্পতি। ফলে রাতারাতি বিলিয়নিয়র হয়ে উঠেছেন এরিক।
০৯১৩
বিলিয়নেয়ার হওয়ার পর কেমন জীবন কাটাচ্ছেন এরিক? তাঁর বিলাসবহুল জীবনের পরিচয় সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া যায়।
১০১৩
রিহানা, বেলা হাদিদের মতো একাধিক সেলিব্রিটির সঙ্গে দুর্দান্ত সব ছবি আপলোড করেছেন এরিক। তাঁদের সঙ্গে পার্টি করে বেড়াচ্ছেন। কখনও ফ্রান্সের প্রাক্তন ফার্স্ট লেডি কার্লা ব্রুনির সঙ্গে, তো কখনও ইউরোপের মোনাকের প্রিন্সেস চার্লিনের সঙ্গে ফটোশুট করছেন। বা কখনও ডলফিনের সঙ্গে স্নান উপভোগ করছেন।
১১১৩
তাঁর সম্পত্তি রাতারাতি স্টারবাকস্-এর প্রতিষ্ঠাতা হোয়ার্ড এবং স্ন্যাপচ্যাট-এর সিইও ইভানের থেকেও বেশি হয়ে গিয়েছে।
১২১৩
ফোর্বস ম্যাগাজিন অনুসারে, এই উপহার তাঁকে বিশ্বের প্রথম প্রথম সাড়ে পাঁচশো জন ধনীর তালিকায় নিয়ে এসেছে।
১৩১৩
ঘুরতে ভীষণ পছন্দ করেন এই কোটিপতি যুবক। কখনও দুবাই, কখনও রাশিয়া তো কখনও প্যারিসে চলে যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর ১০ হাজার ফলোয়ারের জন্য ছবি তুলতে কখনও ভোলেন না এরিক।