Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Mass Shooting

বাদ গেল না বছরের প্রথম দিনও, বন্দুকবাজের হামলা নিউ ইয়র্কের নাইটক্লাবে, জখম অন্তত ৩

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা এখনও ফেরার। প্রত্যক্ষদর্শী কারও কারও মতে, তিন জন আততায়ী ছিলেন। তাঁদের সকলেরই খোঁজ চলছে।

আতঙ্ক ক্লাব চত্বরে।

আতঙ্ক ক্লাব চত্বরে। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৪:৪০
Share: Save:

২৪ ঘণ্টারও কম সময়ে আমেরিকায় ফের বন্দুকবাজের হানা। তার জেরে বছরের প্রথম দিনেই রক্ত ঝরল নিউ ইয়র্কে। কুইন্সের এক নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালান দুই যুবক। ঘটনায় জখম হয়েছেন অন্তত তিন জন। তবে দুই অভিযুক্ত এখনও ফেরার বলে পুলিশ সূত্রে খবর।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ নিউ ইয়র্কের কুইন্সের আমাজুরা নাইটক্লাবে ঘটনাটি ঘটেছে। ওই সময় নাইটক্লাব ছিল ভিড়ে ঠাসা। নাইটক্লাবের প্রবেশপথের সামনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন দুই যুবক। জখম হন অন্তত তিন জন। তাঁরা সকলেই চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মধ্যরাতের কিছু ক্ষণ আগে হঠাৎ পর পর গুলির শব্দ শোনা যায়। উপস্থিত সকলে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। চিকিৎসাধীন তিন জন ছাড়া আরও অনেকেই আহত হয়ে থাকতে পারেন বলে জানাচ্ছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা এখনও ফেরার। প্রত্যক্ষদর্শী কারও কারও মতে, তিন জন আততায়ী ছিলেন। তাঁদের সকলেরই খোঁজ চলছে। প্রসঙ্গত, বুধবার সকালেই লাস ভেগাসে আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার সাইবারট্রাক গাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে গাড়ির চালকের। গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। একই দিনে হামলা হয়েছে নিউ অরল্যান্সেও। ওই হামলার সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন আইএসের যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।

অন্য বিষয়গুলি:

Mass Shooting america night club New York
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy