Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Layoffs

অর্থনীতি বেহাল, কমছে আয়! ব্যয় কমাতে আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে গুগল, অ্যামাজ়ন

ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানিয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই তারা দশ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এ ক্ষেত্রে জ়াকারবার্গের সংস্থার যুক্তি, বিজ্ঞাপনে আয় কমেছে সংস্থার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২১:৫৮
Share: Save:

আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে গুগল, অ্যামাজ়নের মতো সংস্থাগুলি। তবে শুধু গুগল, অ্যামাজ়নই নয়, আরও অনেক তথ্যপ্রযুক্তি সংস্থাই আগামী দিনে একই নীতি নিতে চলেছে। এই বিপুল কর্মীছাঁটাইয়ের কারণ ব্যাখ্যায় সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ক্রমশ আয়ের পরিমাণ কমছে তাদের। টালমাটাল অর্থনীতির সঙ্গে যুঝতেই ব্যয় কমিয়ে আয় বাড়ানোর পন্থা নিয়েছে তারা।

কিছু দিন আগেই ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানিয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই তারা দশ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এই ছাঁটাইয়ের ব্যাখ্যায় মার্ক জ়াকারবার্গের সংস্থার যুক্তি, বিজ্ঞাপন বাবদ আয় কমেছে সংস্থার। তাই ব্যয় কমানো ছাড়া অন্য কোনও উপায় নেই তাদের কাছে।

একটি সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরেই কুড়ি হাজার কর্মীকে বসিয়ে দিতে চলেছে সংস্থাটি। নভেম্বরে জানা গিয়েছিল, দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। পরে এই সংখ্যাটাই দ্বিগুণ হয়ে যায়। সংস্থার সিইও কিছু দিন আগেই জানিয়েছিলেন, আপাতত এই ছাঁটাই প্রক্রিয়া চলবে। সংস্থার কোন কোন বিভাগে কর্মী সঙ্কোচন করা সম্ভব, তা নিয়ে পর্যালোচনা শুরু করেছে সংস্থা। অনেক সংস্থা আবার ছাঁটাইয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

অ্যামাজ়ন অবশ্য কর্মীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাবও দিয়েছে। সংস্থার বেঁধে দেওয়া সময়ের মধ্যে অবসর গ্রহণ করলে বিশেষ কিছু সুযোগসুবিধাও দেওয়া হবে কর্মীদের। প্রসঙ্গত, অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কিছু দিন আগেই জানিয়েছিলেন, আগামী দিনে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে ইউরোপ-সহ সারা বিশ্বে। তাই বড় কোনও বিনিয়োগের পথে না গিয়ে সকলকে সঞ্চয় বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Layoffs Google Meta Amazon Economic Crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE