Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Russia-Ukraine War

‘সুবিধার জন্য বিয়ে’! পুতিন-জিনপিং সাক্ষাৎকে কটাক্ষ আমেরিকার, যুদ্ধের জন্য রাশিয়াকেই তোপ

মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম।

Marriage of convenience, America’s jibe at Putin and Jinping meeting in Russia

পুতিন-জিনপিং ‘মিত্রতা’ নিয়ে কটাক্ষ আমেরিকার। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৬:০৭
Share: Save:

রাশিয়া এবং চিনের মৈত্রীর সম্পর্ককে ‘সুবিধাবাদ’ বলে কটাক্ষ করল আমেরিকা। শুধু তা-ই নয়, দুই পরমাণু শক্তিধর দেশের এই কাছে আসার চেষ্টাকে জোট নয়, ‘বিয়ে’ বলে ব্যঙ্গও করেছে জো বাইডেনের প্রশাসন। মঙ্গলবার আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের আহ্বায়ক জন কিরবি এই প্রসঙ্গে বলেন, “আমি এটাকে (রাশিয়া চিনের পারস্পরিক বোঝাপড়া) জোট বলতে চাই না। এটা আসলে সুবিধার জন্য দুই দেশের বিয়ে।” আমেরিকার প্রভাবিত ন্যাটো গোষ্ঠীর পাল্টা, বিশ্বে আর একটি শক্তিজোট গঠনের চেষ্টা করছে রাশিয়া এবং চিন। মঙ্গলবার এমনই দাবি করেছে আমেরিকা।

সম্প্রতি মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম। যুদ্ধ থামাতে জিনপিং তাঁর পরিকল্পনার কথাও পুতিনকে জানিয়েছেন। যদিও পরিকল্পনা রূপায়িত না হওয়ার জন্য আমেরিকা এবং পশ্চিমি শক্তিবর্গকেই দুষেছেন পুতিন। আমেরিকার মতে, পুতিন এখন আন্তর্জাতিক রাজনীতিতে একঘরে। তাই অস্তিত্বরক্ষার জন্যই তিনি চিনের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করে আমেরিকা জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সনদকে সব দেশেরই মেনে চলা উচিত। প্রকারান্তরে আমেরিকা এ-ও বুঝিয়ে দিয়েছে যে, অন্য দেশের (ইউক্রেন) সার্বভৌমত্ব নষ্ট করে রাশিয়াই সনদে উল্লিখিত শর্ত লঙ্ঘন করেছে। জিনপিং যখন রাশিয়ার পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, সে সময় হঠাৎই দিল্লি থেকে ইউক্রেনে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। ইউক্রেনের ধৈর্য, সহিষ্ণুতা এবং সাহসের প্রশংসা করে তিনি সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

অন্য বিষয়গুলি:

Russia-Ukraine War Vladimir Putin Xi Jinping US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy