সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ঘিরে আবার উত্তাল হল বাংলাদেশ। আন্দোলনকারীদের যৌথমঞ্চ, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর পূর্বঘোষিত মিছিল কর্মসূচি ঘিরে এ বার রক্তাক্ত কুমিল্লা শহর।
বাংলাদেশ সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, শনিবার কুমিল্লা শহরে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের মিছিলে গুলি চালিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় অন্তত পাঁচ জন আন্দোলনকারী গুরুতর জখম হয়েছেন। শাসকদল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন:
রেসকোর্স এলাকায় গুলিবিদ্ধ পড়ুয়াদের স্থানীয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি শনিবার বিকেলে বলেন, ‘‘হাসপাতালে পাঁচ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা তাঁদের চিকিৎসা করছি। তবে তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।’’
প্রকাশিত খবরে জানানো হয়েছে, ওই ঘটনার পরে মারমুখী আন্দোলনকারীরা কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রসঙ্গত, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় ঘোষণা করলেও ন’দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। ধৃত আন্দোলনকারীদের মুক্তি, সমস্ত মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তি-সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে।