লন্ডনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তাই ২৭ জুলাই, সোমবার এক ঘণ্টার বিশেষ অনুষ্ঠানের ঝাঁপি সাজিয়ে তৈরি বাকিংহাম প্যালেস। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা খোদ রাজকুমার অ্যান্ড্রুর।
রবিবার রাত ৭টা নাগাদ শহরে পা রাখছেন মমতা। লন্ডনের ভারতীয় হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে থাকছে একটি সাংস্কৃতিক দলও। সব মিলিয়ে মমতার প্রথম লন্ডন সফরেই সঙ্গী প্রায় ১০০ জন।
নিন্দুকেরা বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু নাকি প্রতি বছরই গ্রীষ্মকালে লন্ডন সফরে আসতেন। তিনি যে হোটেলে উঠতেন, তাজ গ্রুপের বিলাসবহুল সেই সেন্ট জেমস কোর্ট হোটেলেই উঠছেন বর্তমান মুখ্যমন্ত্রী।
মমতার সফরসূচি প্রসঙ্গে জানা গিয়েছে, বাকিংহাম প্যালেসের পরে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের লোকার্নো রুমে। ফিকি আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনের কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী প্রীতি পটেলও। ২০১৩-য় ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কলকাতা সফরে এসেছিলেন প্রীতি পটেল। তখনই মমতার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। পশ্চিমবঙ্গকে বিনিয়োগ-কেন্দ্র হিসেবে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে দাবি রাজ্যের।
সেই অনুষ্ঠানে অন্তত ৩০টি মউ সই হওয়ার কথাও রয়েছে বলে দাবি নবান্নের। যার শেষে থাকবে ‘হাই টি’!
কাজে ঠাসা তার পরের দিনও। ২৮ জুলাই, মঙ্গলবার পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গাঁধীর নতুন মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরবর্তী গন্তব্য গর্ডন স্কোয়ারের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। সেখানে ‘স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ’-এ বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোয় রাজ্যের সাহায্য নিয়ে কিছু ঘোষণাও করার কথা তাঁর।
লন্ডন শহরে প্রথম যে মহিলার মূর্তি বসানো হয়েছিল, তিনি টিপু সুলতানের বংশধর নূর ইনায়ত খান। গর্ডন স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খ্যাতনামা যোদ্ধা নূরের যে মূর্তিটি রয়েছে, সেটি অবশ্য মমতা দেখতে যাবেন কি না— জানা যায়নি।
মঙ্গলবার বিকেলে মমতা যাবেন লন্ডনের ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’-এর অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
পরের দিন অর্থাৎ বুধবার, এশিয়া হাউসে লন্ডনের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিকেল ৩টে থেকে সাড়ে চারটে পর্যন্ত চলবে এই বৈঠক।
তার পর ৩০ জুলাই, পাঁচ দিনের সফর শেষে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মুখ্যমন্ত্রীর কলকাতা ছাড়ার আগেই আজ এক রসিক সরকারি আধিকারিক জানালেন, ‘‘কলকাতা কবে লন্ডন হবে তা তো জানা নেই! কিন্তু এই ক’দিনে লন্ডন কলকাতা হচ্ছেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy