এই মূর্তিই ভাঙা হয়েছে ছবি: টুইটার থেকে।
পাকিস্তানের লাহৌরে ভাঙা হল মহারাজা রণজিৎ সিংহের মূর্তি। পাকিস্তানের একটি কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক মূর্তিটি ভেঙেছে বলে খবর। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
লাহৌর ফোর্টের বাইরে থাকা মূর্তিটি এই নিয়ে তৃতীয় বার ভাঙা হয়েছে। তলোয়ার হাতে ঘোড়ায় চড়া মূর্তিটির উচ্চতা ন’ফুট। প্রায় ৪০ বছর ধরে পঞ্জাবের রাজা ছিলেন রণজিৎ। ১৮৩৯ সালে তাঁর মৃত্যু হয়। ২০১৯ সালের জুন মাসে মহারাজার ১৮০ তম মৃত্যুবার্ষিকীতে লাহৌর ফোর্টের বাইরে এই মূর্তিটি বসানো হয়।
মূর্তি উন্মোচনের দু’মাসের মধ্যেই তেহরিক-ই-লাব্বাইক সংগঠনের দুই সদস্য সেই মূর্তিটি ভেঙে ফেলেন। দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। তাঁরা শারীরিক ভাবে সক্ষম ব্যক্তির পরিচয়ে ফোর্টের মধ্যে ঢোকেন। তার পরে হাতে থাকা লোহার রড দিয়ে মূর্তিতে আঘাত করেন। মূর্তির একটি হাত ও দেহের কিছু অংশ ভেঙে যায়। তার পরেও এক বার ভাঙা হয় মূর্তিটি। পুলিশ জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষের কারণেই বার বার মূর্তি ভাঙার চেষ্টা করা হচ্ছে।
The statue of Maharaja Ranjeet Singh, outside the Haveli of Rani Jindan at Lahore fort, vandalised by a Tehrik-e-Labbaik worker. pic.twitter.com/M6zEA2Clx0
— Naila Inayat (@nailainayat) August 17, 2021
লাহৌর প্রশাসন জানিয়েছে, মূর্তিটি নতুন করে তৈরি করা হবে। মূর্তির কাছে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy