—ফাইল ছবি
পুলিশি নিগ্রহে মিনিয়াপোলিসে গত মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদের ঝড় উঠেছিল। বুধবার আদালতে পুলিশের বডি-ক্যামেরা থেকে উদ্ধার হওয়া ফ্লয়েডের শেষ আকুতি প্রকাশ্যে এসেছে। তা থেকে পরিষ্কার, ফ্লয়েড পুলিশকে সাহায্য করতে চেয়েছিলেন। তবে প্রচণ্ড ভয়ও পেয়েছিলেন। ফ্লয়েড হত্যায় অভিযুক্ত চার পুলিশ অফিসারের মধ্যে আলেকজান্ডার কুং ও টমাস লেনের শরীরে লাগানো ক্যামেরা থেকে নতুন ক্লিপ উদ্ধার হয়েছে। তা থেকে উঠে এসেছে ওই সময়ে চার পুলিশকর্মীর কথোপকথন। জানা গিয়েছে, মৃত্যুর আগে ফ্লয়েড পুলিশকে একাধিক বার বলেন, তিনি করোনায় আক্রান্ত। তাঁকে যেন গুলি না করা হয়। মূল অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক শভিন যখন তাঁর ঘাড়ে হাঁটু চেপে ধরে, তখন ফ্লয়েডকে বলতে শোনা গিয়েছিল ‘‘দম বন্ধ হয়ে আসছে।... ওরা আমায় মেরে ফেলবে।’’ ‘আই কান্ট ব্রেথ’ কথাটি ৩০ বার বলেছিলেন ফ্লয়েড। শভিন তাঁকে গ্রেফতারের কথা জানানোয় তিনি বলেন, ‘‘হে ভগবান! বিশ্বাস করতে পারছি না।... আমি তোমায় ভালবাসি মা। বাচ্চাদের বোলো, আমি ওদের ভালবাসি। আমি মরে যাচ্ছি।’’ ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য ওই চার পুলিশকর্মীকে কোর্টে ডাকা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy