Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Japan

ফুকুশিমা: চিন-জাপান দ্বৈরথ

জাপান চিনের কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে যে, বিভিন্ন জাপানি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের কাছে গালিগালাজ করে ও হুমকি দিয়ে অসংখ্য ফোন আসছে।

An image of nuclear plant

ফুকুশিমা পরমাণু কেন্দ্র। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ০৭:৫৫
Share: Save:

ফুকুশিমা পরমাণু কেন্দ্রের জল সমুদ্রে ছাড়া নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে জাপানের দ্বৈরথ বাড়ছে। তালিকার শীর্ষে রয়েছে চিন। আজ জাপান চিনের কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে যে, বিভিন্ন জাপানি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের কাছে গালিগালাজ করে ও হুমকি দিয়ে অসংখ্য ফোন আসছে। এবং সেই সব ফোন আসছে চিনা নম্বর থেকেই। যারা ফোন করেছে, তারা চিনা, জাপানি বা ইংরেজিতে অশ্রাব্য গালিগালাজ দিচ্ছে। সরকারি দফতর থেকে শুরু করে স্কুল-কলেজ, কেউই এ ধরনের হুমকি ফোনের হাত থেকে রেহাই পাচ্ছে না। ফুকুশিমার একটি রেস্তরাঁয় গত বৃহস্পতিবার থেকে এ ধরনের অন্তত এক হাজারটি ফোন এসেছিল বলে দাবি জাপানের। চিন এ বিষয়ে মুখ না খুললেও বেজিং এর আগে একাধিক বার বিবৃতি দিয়ে জানিয়েছে, সমুদ্রে ‘তেজস্ক্রিয়’ জল ছাড়া টোকিয়োর পক্ষে অত্যন্ত হঠকারিতার কাজ হচ্ছে।

২০১১-র মার্চে ভূমিকম্প ও সুনামির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা পরমাণু কেন্দ্র। তার পর থেকেই এই কেন্দ্র থেকে প্রশান্ত মহাসাগরে বর্জ্য জল ফেলা শুরু
হয়েছে।

অন্য বিষয়গুলি:

Japan Nuclear Fukushima
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy