দেশের অন্দরে রাজনৈতিক বিরোধীদের উপর গোপনে নজরদারি চালাচ্ছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইজ়রায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বেন শিট প্রধান রোনেন বার সোমবার এই অভিযোগ তুলেছেন।
ইজ়রায়েলের সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে রোনেন অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে গোয়েন্দা সংস্থার ব্যবহারে আপত্তি তোলায় তাঁকে বরখাস্ত করতে সক্রিয় হয়েছেন নেতানিয়াহু। বিরোধী নেতৃত্বের উপর নজরদারির পাশাপাশি, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ইজ়রায়েলি নাগরিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সরকারি নির্দেশও তিনি মানতে অস্বীকার করেন বলে আদালতকে জানিয়েছেন রোনেন।
আরও পড়ুন:
গত মার্চ মাসে রোনেনকে অপসারণের জন্য প্রস্তাব নিয়েছিল নেতানিয়াহু মন্ত্রিসভা। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বেন শিটের প্রধান হিসেবে ১০ এপ্রিল পর্যন্ত থাকবেন তিনি। কিন্তু নেতানিয়াহু সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে স্থগিতাদেশ পেয়েছেন রোনেন। ২০২১ সালে সংস্থার প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়েছিল তাঁকে। মেয়াদ শেষ হওয়ার আগে অপসারণের সিদ্ধান্তের পক্ষে কোনও যুক্তিগ্রাহ্য কারণ সরকার দেখাতে পারেনি বলে জানান তিনি। গত ৮ এপ্রিল দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট সরকার ও অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছতে বলেন। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ইজ়রায়েল সরকার।