Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Israel-Hamas Conflict

নিরস্ত্র প্যালেস্টাইনিদের পরিবারের সামনেই ‘খুন’ ইজ়রায়েলের! যুদ্ধাপরাধে ব্যবস্থা নিতে পারে রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে ১১ জন প্যালেস্টাইনিকে তাঁদের স্ত্রী এবং সন্তানদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

Israel killed eleven Gazans in front of families, UN said it could lead to war crimes probe

যুদ্ধে বিধ্বস্ত গাজ়া। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১২:১৯
Share: Save:

নিরস্ত্র ১১ জন প্যালেস্টাইনিকে তাঁদের পরিবারের সামনেই বিনা প্ররোচনায় গুলি চালিয়ে হত্যা করেছে ইজ়রায়েলি সেনা। এই অভিযোগ পাওয়ার পরেই তৎপরতা শুরু করল রাষ্ট্রপুঞ্জ। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সচিবালয়ের তরফে ঘটনাটির তদন্ত করতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে যুদ্ধাপরাধের দায়ে বিচার হতে পারে ইজ়রায়েলি সেনার।

রাষ্ট্রপুঞ্জের তরফে জানা গিয়েছে, গাজ়া ভূখণ্ডের আল রেমাল এলাকায় আল আওয়াদা ভবনের দখল নেওয়ার সময় ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে ১১ জন নিরস্ত্র প্যালেস্টাইনিকে গুলি চালিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। ওই ১১ জনকে তাঁদের পরিবারের সামনেই হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার ‘নৃশংসতা’ এবং ‘ভয়াবহতা’ পর্যালোচনা করেই তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রপুঞ্জ।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সচিবালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, সেনার বিরুদ্ধে অভিযোগ যে, তারা ১১ জন প্যালেস্টাইনিকে তাঁদের স্ত্রী এবং সন্তানদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। যে বহুতল ভবনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখানে বহু প্যালেস্টাইনি আশ্রয় নিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

মূলত হামাস নিয়ন্ত্রিত গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজ়রায়েলি হামলায় গাজ়ায় ২০ হাজার প্যালেস্টাইনির প্রাণ গিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার জন্য ক্রমশ ইজ়রায়েলের উপর চাপ বৃদ্ধি করছে আন্তর্জাতিক মহল।

অন্য বিষয়গুলি:

israel hamas United Nations UN Human Rights palestine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy