ফাইল চিত্র।
পাকিস্তানের হাওয়ায় হাওয়ায় ঘুরছে খবর— খুন হতে পারেন সদ্য গদিচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতা হারানোর পরে নিজেই সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এ বারে ‘গুজব’ আরও জোরদার। আজ দলীয় বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে ফিরেছেন ইমরান। এ অবস্থায় বানি গালা এলাকায় ইমরান খানের বাসভবন চত্বর-সহ গোটা শহরটিকে ঢেকে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে।
পাক দণ্ডবিধির ১৪৪ ধারা জারি রয়েছে ইসলামাবাদে। কোনও ধরনের জমায়েত করা নিষিদ্ধ। ইসলামাবাদ পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খানের বানি গালায় থাকার কথা। এটি ইসলামাবাদের বসতি এলাকা। সতর্কবার্তা পেয়ে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে ইমরান খানের দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনও খবর আমাদের দেওয়া হয়নি।’’ ইসলামাবাদ পুলিশ আরও জানিয়েছে— ‘‘আইন মেনে ইমরানকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তবে তাঁর নিরাপত্তা দেখার জন্য যে নিজস্ব দল রয়েছে, তাদের থেকেও আমরা সহযোগিতা আশা করছি।’’
ইমরানের আত্মীয় হাসান নিয়াজ়ি বলেন, ‘‘আমাদের পিটিআই নেতার যদি কিছু হয়, সেটা কিন্তু পাকিস্তানের উপরে আক্রমণ হিসেবেই দেখা হবে। পরিণতি মারাত্মক হবে।’’ পিটিআই নেতা ফয়জ়ল বাওড়াও দাবি করেছেন, ইমরানকে হত্যা ছক কষা হয়েছে।
গত ২৫ মে পিটিআইয়ের ‘আজ়াদি মার্চ’ শুরু হওয়া থেকে ইমরান বানি গালার বাড়ি ছেড়ে পেশোয়ারে রয়েছেন। আজ়াদি মার্চে গোলমাল বাধার পরেই ইমরান চলে যান পেশোয়ারে। এ সময়ে ইমরান-সহ পিটিআই নেতাদের নামে একাধিক মামলা রুজু হয়েছিল ইসলামাবাদ থানায়। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পেশোয়ারের আদালত থেকে ২৫ জুন পর্যন্ত আগাম জামিন পেয়েছেন ইমরান। ওই সময়সীমা ফুরনোর আগে ইসলামাবাদ দায়রা আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আগাম জামিন সম্বল করেই আজ ইসলামাবাদে কোর কমিটির বৈঠকে যোগ দিতে এসেছেন ইমরান। বানি গালায় এই বৈঠক বসবে। পিটিআইয়ের সদস্যেরা ইতিমধ্যেই বানি গালায় আসা শুরু করে দিয়েছে। শীঘ্রই বৈঠক বসবে বলে শোনা গিয়েছে। ইমরানকে ইসলামাবাদে ‘স্বাগত’ জানিয়ে আজ বর্তমান অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লা বলেছেন, ‘‘যে পুলিশ কর্মীরা ওঁকে এখন নিরাপত্তা দিচ্ছেন, ইমরানের আগাম জামিনের মেয়াদ ফুরোলে ওঁরাই ইমরানকে সানন্দে গ্রেফতার করবেন।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy