ছবি: রয়টার্স।
কাবুল বিমানবন্দর যাওয়ার পথে ১৫০ জনকে অপহরণের অভিযোগ তালিবানের বিরুদ্ধে। অপহৃতদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। জানা গিয়েছে, কাবুল বিমানবন্দর যাওয়ার পথেই ওই ব্যক্তিদের অপহরণ করে তালিবান। এর মধ্যে রয়েছেন আফগানি শিখ, হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তালিবান। তাঁদের এক মুখপাত্র আহমদ্দুলা ওয়াসেক বলেন আফগান সংবাদমাধ্যমের এই খবর সত্যি নয়। তাঁর দাবি টুইটারে প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।
Multiple Afghan media outlets report kidnapping by Taliban of persons awaiting evacuation from #Kabul. Among them are reported to be Indian citizens. No official confirmation of this, more details awaited
— ANI (@ANI) August 21, 2021
Ahmadullah Waseq, a Taliban spokesman has denied this report to a member of the Afghan media that reported on this story. More details are awaited. pic.twitter.com/hPq0i9evLK
— ANI (@ANI) August 21, 2021
কাবুলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হামিদ কারজাই বিমান বন্দরে ঢোকার চেষ্টা করছিলেন বহু মানুষ। ওয়ার্ল্ড পাঞ্জাবি অর্গানাইজেশনের প্রেসি়ডেন্টের দাবি, ৭২ জন আফগান শিখ এবং হিন্দু সারা রাত বিমান বন্দরের বাইরে অপেক্ষা করছিলেন। ভারতীয় বায়ু সেনার বিমানে তাঁদের ভারতে ফেরার কথা ছিল। কিন্তু তাঁদের পথ আটকায় তালিবান। পাঞ্জাবি অর্গানাইজেশনের প্রেসিডেন্টের আরও দাবি, আফগানদের দেশ ছাড়া চলবে না, এই দাবি তুলে তালিবান তাঁদের আটকে দেয়। তারপরই ঘটে অপহরণের ঘটনা।
Watch the @pbs @newshour tonight for rare, on the ground reporting from #Kabul Airport where #Taliban forces end and US marines begin, desperately trying to evacuate 1000s of people from #Afghanistan in this spiraling disaster. FYI this is the entrance at its most quiet today.. pic.twitter.com/K7qdeiwILD
— Jane Ferguson (@JaneFerguson5) August 20, 2021
জানা যাচ্ছে, অপহৃতদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের ২ সংখ্যালঘু এমপিও। যদিও অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে তালিবান। তালিবানের তরফ থেকে দাবি করা হয়েছে, কারওকে অপহরণ করা হয়নি। বিমানবন্দরের অন্য় পথ দিয়ে তাঁদের বিমানবন্দরের অন্য অংশে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy