সুদানে সংঘাতের জেরে মারা গিয়েছেন ৫৬ জন। আহত প্রায় ৬০০ জন। ছবি: রয়টার্স।
সেনা এবং আধাসেনার সংঘর্ষে উত্তপ্ত সুদান। আগেই ভারতীয়দের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিল দূতাবাস। এ বার সুদানে গোলাগুলিতে প্রাণ গেল এক ভারতীয়ের। টুইট করে সে কথা জানিয়েছে সুদানে ভারতীয় দূতাবাস।
সুদানে ভারতীয় দূতাবাস লিখেছে, ‘‘রিপোর্ট মিলেছে, অ্যালবার্ট অগাস্টাইন শনিবার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। সুদানে ডাল গ্রুপ অব কোম্পানিতে কাজ করেন তিনি।’’ দূতাবাসের তরফে জানানো হয়েছে, অগাস্টাইনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তারা। পরবর্তী পদক্ষেপের জন্য হাসপাতালের সঙ্গেও কথা বলা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে সুদানের সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা প্রধান মহম্মদ হামদান ডাগলোর মধ্যে সংঘাত চলছে। শনিবার তা চরমে ওঠে। এখন পর্যন্ত সেই সংঘাতের জেরে মারা গিয়েছেন ৫৬ জন। আহত প্রায় ৬০০ জন। যদিও সুদানের চিকিৎসকেরা মনে করছেন, হতাহতের সংখ্যাটা বাস্তবে অনেক বেশি। সুদানের রাজধানী খারতুমের বাসিন্দারা সব সময়ই গোলাগুলি, বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে দাবি করেছেন।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, খারতুমের কাছে আধাসেনা ঘাঁটিতে বিমান হানা চালাচ্ছে সেনাবাহিনী। ওমদুরমানে আধাসেনার ঘাঁটিতে হামলা চালিয়েছে। আবার আধাসেনা পাল্টা দাবি করেছে, সেনাবাহিনীর প্রধানের বাসভবন, প্রেসিডেন্টের বাসভবন, খারতুম বিমানবন্দর, সরকারি টেলিভিশন কেন্দ্র দখল করেছে তারা। সেনাবাহিনী এই দাবি উড়িয়ে দিয়েছে। সুদানের বায়ুসেনা নাগরিকদের ঘরে থাকতে অনুরোধ জানিয়েছে। আধাসেনার অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের পরিকল্পনা মতো চলছে। ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ওমর। ২০২১ সালে সুদানে ক্ষমতাচ্যুত হয়েছেন নির্বাচিত প্রধানমন্ত্রীও।
Press Release
— India in Sudan (@EoI_Khartoum) April 16, 2023
It has been reported that Mr Albert Augestine, an Indian National working in a Dal Group Company in Sudan who got hit by a stray bullet yesterday succumbed to his injuries.
Embassy is in touch with family and medical authorities to make further arrangements.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy