ব্যবসার সূত্রে ইরানে গিয়ে ‘নিখোঁজ’ তিন ভারতীয়। তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। তারা ইরানের প্রশাসনের সঙ্গে কথা বলে ওই তিন ভারতীয় নাগরিকের খোঁজ নিচ্ছে। তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রকের তরফে সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইরানে গিয়ে যে ভারতের তিন জন নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে সরকার অবগত। তিন জনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তিন জনই ব্যবসায়িক কাজের সূত্রে ইরানে গিয়েছিলেন। কিন্তু পৌঁছনোর কিছু পরেই পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন:
নয়াদিল্লিতে ইরানের দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গেও। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। নিখোঁজ তিন ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে ইরানে গিয়েছিলেন যোগেশ পাঞ্চাল এবং মহম্মদ সাদিক। সম্প্রতি ইরান সরকার ভারতীয়দের জন্য ভিসামুক্তি প্রকল্প চালু করেছিল। ১৫ দিনের সেই প্রকল্পের সুবিধা নিয়েই যোগেশ এবং সাদিক ইরানের উদ্দেশে রওনা দেন। তেহরানে একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। তার পর থেকে তাঁদের আর খোঁজ মেলেনি। চলতি বছরের জানুয়ারি মাসে ইরানে গিয়েছিলেন সুমিত সুদ। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরিবারের।
জানুয়ারিতে ভারত সফরে এসেছিলেন ইরানের জুনিয়র উপ-বিদেশমন্ত্রী মাজিদ রাভাঞ্চি। তিন ভারতীয়ের বিষয়টি তাঁর সামনে উত্থাপন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং। তবে এখনও ওই তিন জনের খোঁজ পাওয়া যায়নি।