এক ভারতীয়কে গুলি করে খুনের অভিযোগ উঠল নেপালে। ৫ অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ ওই ব্যক্তির উপর হামলা চালান বলে পুলিশ সূত্রে খবর। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
নিহত ব্যক্তির নাম শিবপূজন যাদব (৪৫)। তিনি বিহারের মোতিহারি চৌরাদানো এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নেপালের মহাগাধিমাই পুরসভা এলাকায় ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দাবি, আততায়ীরা ২টি বাইকে করে এসে ওই ব্যক্তিকে কাছ থেকে গুলি করেন। হামলার পরই বাইকে করে চম্পট দেন দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
কী কারণে ওই ব্যক্তির উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।