Advertisement
০২ নভেম্বর ২০২৪

ভুটানে ভারতের উপগ্রহ নজরদারি কেন্দ্র এ মাসেই

হাসপাতাল তৈরির জন্য আর্থিক অনুদানের ঘোষণা হওয়ার সম্ভাবনা। পাশাপাশি, ভারতের অর্থে চলা জলবিদ্যুৎ প্রকল্পগুলি কী পর্যায়ে রয়েছে, তা-ও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। 

নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ০৩:৩০
Share: Save:

ভুটানে ভারতের তৈরি করা উপগ্রহ নজরদারি ও ‘ডেটা রিসেপশন’ কেন্দ্রের উদ্বোধন করতে চলতি মাসেই থিম্পু যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজটির দায়িত্ব পেয়েছিল ইসরো। তাদের কাজ সবে শেষ হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে তিব্বতের স্বয়ংশাসিত অঞ্চলে বেজিং ইতিমধ্যেই এই ধরনের কেন্দ্র চালু করেছে। সেখানে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রও গড়েছে তারা।

কূটনৈতিক সূত্রের মতে, তিব্বতে চিনা উপগ্রহ কেন্দ্রটির সঙ্গে নজরদারিতে পাল্লা দিতেই ভুটানে ইসরো এই উদ্যোগ। চিন যে কেন্দ্রটি গড়েছে, তা যে শুধুমাত্র ভারতীয় উপগ্রহের উপর নজরদারি করতে পারবে তাই-ই নয়, প্রয়োজনে তাকে ‘অন্ধ’ও করে দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। চিন লেজ়ার রশ্মির সাহায্যে মার্কিন

উপগ্রহেরও এই হাল করেছে অতীতে। প্রযুক্তিগত ক্ষেত্রে যাতে চিনকে পাল্লা দেওয়া যায় তারই চেষ্টা চলছে ভুটানে। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং-এর আমন্ত্রণে মোদীর এই সফরে সে দেশে মাল্টি স্পেশ্যালিটি

হাসপাতাল তৈরির জন্য আর্থিক অনুদানের ঘোষণা হওয়ার সম্ভাবনা। পাশাপাশি, ভারতের অর্থে চলা জলবিদ্যুৎ প্রকল্পগুলি কী পর্যায়ে রয়েছে, তা-ও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী।

গত জানুয়ারি মাসে মোদী জানিয়েছিলেন ‘‘ভুটানের সঙ্গে সহযোগিতার প্রশ্নে এই মহাকাশ ক্ষেত্র একটি নতুন অধ্যায়। এর ফলে ভুটান উপকৃত হবে। পরিবেশ এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া, দেশের প্রত্যন্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, টেলি-মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে সুবিধে হবে ভুটানের।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE