ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকল ভারত। কাল, ৬ অগস্ট, পরিষদের সদস্য দেশগুলি এই আলোচনায় বসবে।
গতকাল আফগানিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ হানিফ আতমারের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাউথ ব্লক সূত্রের খবর, সেখানেই নিরাপত্তা পরিষদে আফগান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের প্রস্তাব দেন আতমার। জয়শঙ্কর সেই প্রস্তাব একবাক্যে মেনে নিয়েছেন। অস্থায়ী সদস্য হিসেবে চলতি অগস্ট মাসে নিরাপত্তা পরিষদে সভাপতির পদে রয়েছে ভারত। এই আন্তর্জাতিক মঞ্চে শুক্রবার যে আফগানিস্তান নিয়ে কথা হবে, তা জয়শঙ্কর-আতমারের বৈঠকের পরেই, কাল গভীর রাতে, টুইট করে জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের বিশেষ দূত টি এস তিরুমূর্তি। আতমার নিজেও টুইট করে বলেন, ‘‘তালিবানের অত্যাচার থামাতে আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ করছি। এই বিষয়ে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি (ভারত) যে ভাবে সদর্থক ভূমিকা পালন করছে, সে জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’’
আজ ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে আফগানিস্তান সম্বন্ধে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আফগানিস্তানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলেই জানেন। এই দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক রয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হল আফগানিস্তানে পরিকাঠামোর উন্নতি। ২০১১ সালে করা চুক্তি মেনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আফগানিস্তানে যাতে শান্তি ও গণতন্ত্র বজায় থাকে। সে দেশের সমাজের প্রতিটি স্তরের মানুষ— যাঁদের মধ্যে শিশু, মহিলা এবং সংখ্যালঘুরা রয়েছেন— যাতে নিরাপদে থাকতে পারেন, তা সুনিশ্চিত করার জন্য আমরা দায়বদ্ধ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy