কয়েক দিন আগেই একটি ভি়ডিয়ো ভাইরাল হয়েছিল সমুদ্রের ধারে বিয়ের অনুষ্ঠান চলাকালীন রিসর্টের দেওয়াল টপকে আছড়ে পড়েছিল সমুদ্রের বিশাল ঢেউ। ঘটনাটি ছিল হাওয়াই দ্বীপের। এ বার দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল ঢেউ। এ বারও ঘটনাস্থল হাওয়াই।
স্থানীয় সূত্রে খবর, প্রবল হাওয়ার দাপটে সেই ঢেউ ২০ ফুট উঁচুতে উঠেছিল। আর সেই ঢেউই সমুদ্রলাগোয়া দোতলা বাড়ি টপকে রাস্তায় আছড়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত ভয়ানক দৃশ্য আগে কখনও দেখেননি তাঁরা।
Massive waves in Hawaii. pic.twitter.com/BL20FuCI91
— Figen (@TheFigen) July 24, 2022
আরও পড়ুন:
হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর আবহবিজ্ঞানী ক্রিস ব্রেঞ্চলে জানিয়েছেন, বেশ কয়কেটি কারণে এই বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে। তবে ২০ ফুট উঁচু ঢেউ খুবই কম দেখা যায়। কয়েক দশক পর এমন উঁচু ঢেউ দেখা গেল।
সারা অ্যাকারম্যান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি ছবি তুলছিলাম। হঠাৎই সমুদ্রের জল দোতলা সমান বাড়ি ছাপিয়ে রাস্তায় এসে পড়ল। কী ভয়ানক দৃশ্য ছিল সেটি।”