How will Bill Gates and his wife Melinda Gates separate their worth of $146 billion dgtl
Bill Gates
গেটস দম্পতির বিচ্ছেদ, যাবতীয় জল্পনা এখন সাড়ে ১৪ হাজার কোটির যৌথ সম্পত্তি নিয়ে
বিল গেটস এবং মেলিন্ডা গেটস তাঁদের ২৭ বছরের বিবাহিত জীবনে সম্প্রতি ইতি টানলেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১৩:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বিল গেটস এবং মেলিন্ডা গেটস তাঁদের ২৭ বছরের বিবাহিত জীবনে সম্প্রতি ইতি টানলেন।
০২১৫
টুইটারে একত্রেই বিচ্ছেদের ঘোষণা করেছেন গেটস ফাউন্ডেশনের দুই কর্তা বিল এবং মেলিন্ডা।
০৩১৫
এত দীর্ঘ দাম্পত্য কাটানোর পর এমন সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই সকলকে অবাক করে তুলেছে। এর বাইরে আরও একটি বিষয় এখন চর্চার কারণ হয়ে উঠেছে।
০৪১৫
বিল এবং মেলিন্ডার বিশাল সম্পত্তির ভাগ কী ভাবে হবে? তাঁরা কে কত টাকা পাবেন?
০৫১৫
১৯৮৭ সালে প্রথম দেখা বিল এবং মেলিন্ডার। বিলের মাইক্রোসফট সংস্থায় সে বছরই প্রোডাক্ট ম্যানেজার হয়ে যোগ দিয়েছিলেন মেলিন্ডা।
০৬১৫
নিউইয়র্কের একটি বিজনেস ডিনারের আসরে হাজির ছিলেন দু’জনেই। তারপর ৭ বছরের প্রেম শেষে ১৯৯৪ সালে বিয়ে করেন দু’জনে।
০৭১৫
একসঙ্গে গেটস ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠা করেছেন দু’জন। সিয়াটলে ২০০০ সালে প্রতিষ্ঠিত সেই সংস্থা গত ২১ বছরে কোটি কোটি ডলার খরচ করেছে বিভিন্ন দেশকে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত করতে।
০৮১৫
৩ সন্তান রয়েছে দম্পতির। তাঁদের দু’জনেই বিশাল অঙ্কের সম্পত্তির মালিক। বিচ্ছেদের পর সেই সম্পত্তি দু’জনের মধ্যে কী ভাবে ভাগ হবে?
০৯১৫
ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ১৩ হাজার কোটি ডলারের মালিক বিল। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি। এই সম্পত্তির মধ্যে আবার মেলিন্ডারও অংশীদারি রয়েছে।
১০১৫
২০০০ সালে বিল এবং মেলিন্ডা দু’জনে মিলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। নিজেদের বেশির ভাগ সম্পত্তিই তাঁরা এই সংস্থায় বিনিয়োগ করেছেন।
১১১৫
২০২০ সালের হিসাব অনুযায়ী এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫ হাজার ১০০ কোটি ডলার।
১২১৫
যৌথ ভাবে বিল এবং মেলিন্ডার মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার। বিচ্ছেদের পর এই বিশাল পরিমাণ সম্পত্তি দু’জনের মধ্যে ভাগ করা মোটেই সহজ হবে না বলেই মনে করছেন তাঁদের পরিচিতজনরা।
১৩১৫
এই বিশাল সম্পত্তি কী ভাবে তাঁদের দু’জনের মধ্যে ভাগ হবে তা এখনও পরিষ্কার নয়।
১৪১৫
যৌথ সম্পত্তি ছাড়াও তাঁদের নিজস্ব আলাদা সম্পত্তিও রয়েছে। শুধুমাত্র এই যৌথ সম্পত্তিই দু’জনে ভাগ করে নেবেন, জানা গিয়েছে।
১৫১৫
কিং কান্ট্রি সুপিরিয়র কোর্টে এ নিয়ে তাঁরা মামলাও করেছেন। যৌথ সম্পত্তি তাঁদের মধ্যে সমান ভাগ হবে বলে জানিয়েছেন এক আইনজীবী। তবে তার পরিমাণ কত হবে? তা এখনও জানা যায়নি।