প্রতীকী চিত্র।
সম্প্রতি টুইটারের পোস্ট হওয়া একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি বিশাল আকারের সাপ নদী পেরিয়ে যাচ্ছে। টুইটারের পোস্টে দাবি করা হয়েছে, এটি ব্রাজিলের দৃশ্য। যে সাপটি দেখা যাচ্ছে সেটি ৫০ ফুটের একটি অ্যানাকোন্ডা। তবে ভিডিয়োটি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন অনেক নেটাগরিক।
দ্যা ডার্ক সাইড অব নেচার নামের ওই টুইটার হ্যান্ডলে ৩০ অক্টোবর ভিডিয়োটি পোস্ট হয়েছে। ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি প্রায় সাড়ে ৭ লাখ ভিউ পেয়ে গিয়েছে। তবে নেটাগরিকরা এর পিছনের সত্যিও তুলে ধরেছেন।
আসলে ভিডিয়োটি ২০১৮ সালের। ইউটিউবে ভিডিয়োটি প্রথম পোস্ট হয়। যদিও কোথাকার ভিডিয়ো সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। তবে সেই ভিডিয়োটি দেখলেই বোঝা যাবে, এটি মোটেই ৫০ ফুটের কোনও সাপ নয়। তার থেকে অনেক ছোট আকারের একটি সাপ নীচু নালার মতো কোনও অংশের জল পেরিয়ে ঘাসে ভরা জঙ্গলে ঢুকে যাচ্ছে।
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত শিশুর সামনে বিশেষ পোশাক পরে নৃত্য পরিবেশন ২ চিকিৎসকের
আরও পড়ুন: মাটি ছেড়ে আকাশে গাড়ি, দেখুন কেমন করে ডানা মেলল ‘এয়ার কার’
আসলে টুইটারে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেটিকে স্ট্রেচ করা হয়। যার ফলে সাপটিকে অনেক লম্বা দেখাচ্ছে। কিন্তু ইউটিউবের ভিডিয়োটি খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, সাপটি যথেষ্ট বড় হলেও তা ৫০ ফুট কোনও মতেই হবে না।
দেখুন সেই দুই ভিডিয়ো:
An anaconda measuring more than 50 feet found in the Xingu River, Brazil pic.twitter.com/FGDvyO76sn
— The Dark Side Of Nature (@Darksidevid) October 30, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy