Have a look inside pics of private island Melinda Gates rented for dgtl
Melinda Gates
Bill Gates divorce: দৈনিক ভাড়া প্রায় ১ কোটি! বিবাহবিচ্ছেদের পর এই দ্বীপে ছুটি কাটাচ্ছেন মেলিন্ডা গেটস
বিল গেটস-এর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস।
সংবাদ সংস্থা
নিউ ইয়র্কশেষ আপডেট: ১৮ মে ২০২১ ১০:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস-এর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের টানাটানি যে তিনি একেবারেই পছন্দ করছেন না, তাও জানিয়েছেন তিনি।
০২১২
তাই এই মুহূর্তে পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন অনেক দূর। একটি নির্জন দ্বীপে গিয়ে উঠেছেন তিনি।
০৩১২
ক্যারিবিয়ানের গ্রেনাডার অন্তর্গত একটি ছোট দ্বীপে চলে গিয়েছেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছেন তাঁর ৩ সন্তানকে। রয়েছেন পরিবারের আরও কয়েক জন সদস্য।
০৪১২
আপাতত এই দ্বীপেই থাকবেন তিনি। বিল গেটস-এর সঙ্গে বিচ্ছেদ এবং তাঁদের বৈষয়িক বিষয়গুলো মিটমাট হয়ে গেলে তবেই ফের নিজের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন মেলিন্ডা।
০৫১২
এই দ্বীপ থেকেই ক্রমাগত তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মেলিন্ডা। তিনি যে দ্বীপে গিয়ে উঠেছেন তার ভাড়া কত জানেন?
০৬১২
গ্রেনাডার অন্তর্গত এই দ্বীপটির নাম ক্যালিভিগনি। ক্যালিভিগনির এই দ্বীপ মূলত ব্যক্তিগত সম্পত্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিত্তবানরা ছুটি কাটাতে এই দ্বীপে আসেন।
০৭১২
মোটা টাকা ভাড়া দিয়ে কয়েক দিনের জন্য এই পুরো দ্বীপ উপভোগ করে যান তাঁরা। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক ছুটি কাটানো সব কিছুর জন্যই ভাড়া নেওয়া যায় দ্বীপটিকে।
০৮১২
সমুদ্রে ঘেরা এই দ্বীপে যে রিসর্টটি রয়েছে তাতে ২০টি ঘর রয়েছে। শৌচাগার রয়েছে ১০টি।
০৯১২
সুইমিং পুল, স্পা, নানা ধরনের খেলার জায়গা রয়েছে এই রিসর্টে। বিনোদনের কোনও অভাব নেই এই দ্বীপে। পাশাপাশি প্রকৃতির কাছে থাকার সুযোগ তো রয়েইছে।
১০১২
মেলিন্ডা এই দ্বীপে থাকার জন্য প্রতি দিন ১ লাখ ৩২ হাজার ডলার ভাড়া দেন! যা ভারতীয় মূল্যে ৯৬ লাখ ৬১ হাজারের কিছু বেশি।
১১১২
বিশ্বের প্রতিটি বিত্তবান মানুষের কাছেই এই দ্বীপটি জনপ্রিয়। গ্রেনাডা বিমানবন্দরের খুব কাছে রয়েছে দ্বীপটি।
১২১২
লন্ডন, মিয়ামি, নিউ ইয়র্ক থেকে সরাসরি বিমানও রয়েছে গ্রেনাডায়। এই দ্বীপটির জনপ্রিয়তার জন্যই এই বিমান পরিষেবার ব্যবস্থা।