হামলা থামবে গাজ়ায়, বিনিময়ে অস্ত্রত্যাগ করতে হবে হামাসকে— ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘর্ষবিরতির প্রস্তাবে এই শর্তেই তীব্র আপত্তি জানিয়েছেন হামাস নেতৃত্ব। তাঁদের দাবি, এই শর্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তাঁরা এ-ও জানিয়েছেন, ইজ়রায়েলের বাকি শর্ত খতিয়ে দেখছেন তাঁদের শীর্ষনেতারা। এই সব চাপানউতোরের মধ্যে ইজ়রায়েলি হামলায় গাজ়ায় নিহতের সংখ্যা দ্রুত এগিয়ে যাচ্ছে ৫১ হাজারের দিকে।
গত কাল মিশর ও কাতারের মধ্যস্থতায় ৪৫ দিনের নতুন যুদ্ধবিরতির শর্ত দিয়েছে নেতানিয়াহুর দেশ। বলা হয়েছে, গাজ়ায় হামাস যে ১১ জন ইজ়রায়েলি পণবন্দিকে ধরে রেখেছে, তাঁদের সকলকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এর সঙ্গে অস্ত্রত্যাগও করতে হবে হামাসকে। এই শর্তের পরেই হামাস বিবৃতি দিয়ে জানায়, তারা পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে, সেই অনুসারে পদক্ষেপ করা হবে। তবে তাদের অস্ত্রসমর্পণের কথা ইজ়রায়েল ভুলে যেতে পারে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হামাসের অন্যতম শীর্ষনেতা সামি আবু জ়ুহরি বলেন, “অস্ত্রত্যাগের প্রশ্নই ওঠে না। এটা দিবাস্বপ্ন।’’ বিশেষজ্ঞদের দাবি, প্যালেস্টাইনিদের সরিয়ে গাজ়া দখলের কথা ইজ়রায়েল বার বার বলে এসেছে। নিজের দেশের প্রতিরক্ষা মন্ত্রককেও সক্রিয় ভাবে নিযুক্ত করেছে সেই লক্ষ্যে। এই প্রেক্ষিতে অস্ত্রত্যাগের শর্ত হামাস কিছুতেই মানবে না। সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)