Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Goat

Goat: বিক্রি করতে নিয়ে এসেছিলেন, মালিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল ছাগল!

পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি।

ছাগলের কান্না। ছবি সৌজন্য ফেসবুক।

ছাগলের কান্না। ছবি সৌজন্য ফেসবুক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৩:২৮
Share: Save:

গৃহপালিত পশুরা বলতে না পারলেও তারা কিন্তু আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে অনেক কিছু। পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। যা ভাইরাল হয়েছে।

বিক্রির জন্য পোষ্য ছাগলকে বাজারে নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। পেল্লায় ছাগলটিকে কেনার জন্য ভিড় জমেছিল। দর হাঁকাহাঁকিও চলছিল। ছাগলটিকে ক্রেতার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিতেই সেখানে উপস্থিত সকলকে চমকে দিয়ে মালিকের কাঁধে মাথা রেখে করুণ সুরে ডাকতে শুরু করে ছাগলটি। চোখ থেকে জলও গড়িয়ে পড়েছিল।

ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ছাগলের এমন আচরণে হতবাক হয়েছেন অনেকেই।

অন্য বিষয়গুলি:

Goat Crying
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE