প্রতীকী ছবি।
সকলের জন্য মাস্ক পরা আর বাধ্যতামূলক রইল না আমেরিকায়। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত পৌনে ২টো নাগাদ টুইট করে এই বার্তা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটে তিনি আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর কথা উল্লেখ করে এই বার্তা দিয়েছেন।
টুইটে বাইডেন লেখেন, ‘কোভিড ১৯-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ আমেরিকার জন্য একটি ভাল দিন। কিছু ক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়’।
তবে সিডিসি-র রিপোর্ট এবং প্রেসিডেন্ট বাইডেন্টের টুইট ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে নেটাগরিকদের মধ্যে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বাইডেনের টুইটের প্রত্যুত্তরে একজন যেমন লিখেছেন, ‘এর ফলে টিকা সম্পূর্ণ না হওয়া কোনও ব্যক্তি যদি মাস্ক ছাড়া ঘুরে বেড়ান, তাতে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে’। আর একজনের কথায়, এখনও পর্যন্ত আমেরিকার মাত্র ৩৫ শতাংশ মানুষ প্রতিষেধক পেয়েছেন। এমন একটি পরিস্থিতিতে সিডিসি-র এই উপলব্ধির ক্ষতিকর দিকটিই বেশি মনে করছেন তিনি।
Today is a great day for America in our long battle with COVID-19.
— Joe Biden (@JoeBiden) May 13, 2021
Just a few hours ago, the CDC announced they are no longer recommending that fully vaccinated people need to wear masks.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy