Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
france

Éric Zemmour: বিতর্কে মাকরঁ-র প্রতিদ্বন্দ্বী

এক রেস্তরাঁ থেকে বেরোনোর সময় সম্প্রতি এরিককে দেখে আঙুল দিয়ে অভব্য ইঙ্গিত দেখান এক পথচারী।

এরিক জ়েমৌর।

এরিক জ়েমৌর। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৬:৪৭
Share: Save:

২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তেমনটা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। তবে যে হারে প্রচার চালাচ্ছেন, তা থেকে স্পষ্ট যে এ বার ওই পদের প্রতিদ্বন্দ্বীদের টক্কর দেবেন অতি-দক্ষিণপন্থী নেতা এরিক জ়েমৌর। কিন্তু জোরদার প্রচারেও জনতার মন সে ভাবে পাচ্ছেন না এরিক— সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনটাই। এর মাঝেই এরিককে দেখে এক পথচারীর কুইঙ্গিত দেখানো এবং পরিবর্তে তাঁরও একই ব্যবহারে বিতর্ক চরমে উঠল।

এক রেস্তরাঁ থেকে বেরোনোর সময় সম্প্রতি এরিককে দেখে আঙুল দিয়ে অভব্য ইঙ্গিত দেখান এক পথচারী। যা দেখে একই ইঙ্গিত ওই পথচারীকে ফিরিয়ে দেন এরিকও! আর পুরো ঘটনাটিই ধরা পড়ে যায় এক আলোকচিত্রীর ক্যামেরায়। এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি এরিক। ক্ষমা চাওয়া তো দূরের কথা।

এরিকের এই ‘প্রতিক্রিয়াই’ এখন তাঁর বিরুদ্ধে হাতিয়ার হয়ে দাঁড়েয়েছে বিরোধীদের কাছে। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর এক ঘনিষ্ঠ সহযোগীর যেমন মন্তব্য, ‘‘এটাই হল এরিকের আসল চেহারা। যা কি না বিভাজন, ঘৃণা এবং
হিংসার প্রতিফলন।’’

অন্য বিষয়গুলি:

france paris Presidential Candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy