Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Hosni Mubarak

প্রয়াত মিশরের হোসনি মুবারক

মিশরের সংবাদমাধ্যম জানায়, দেশেরই একটি সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের।  

মিশর প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক

মিশর প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০০
Share: Save:

টানা ৩০ বছর ক্ষমতায় থাকার পরে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তার পর জেলে গিয়েও ছাড়া পেয়েছিলেন। মিশরের সেই প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক মঙ্গলবার প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯১ বছর। ক্ষমতায় থাকাকালীন আগাগোড়াই আমেরিকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। উঠেছে দুর্নীতির বহু অভিযোগও। মিশর ও ইজ়রায়েলের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী মুবারকের বিরুদ্ধে ২০১১ সালে কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভে নামে আমজনতা। অভিযোগ ওঠে, সেই আন্দোলন রুখতে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন মুবারক। সেই দায়েই ২০১২ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ৫ বছর বাদে জেল থেকে মুক্তি পান মুবারক। তার পর থেকে নিজের বাড়িতেই ছিলেন। গত ২৩ জানুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়। মিশরের সংবাদমাধ্যম জানায়, দেশেরই একটি সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের।

অন্য বিষয়গুলি:

Hosni Mubarak Egypt Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE