নতুন নতুন খাবার চেখে দেখা মানুষের মজ্জাগত। কিন্তু এই বিশ্বে এমন অনেক অদ্ভুত খাবার রয়েছে যা চেখে দেখা তো দূরের কথা, নামও হয়ত আপনি শোনেননি কোনও দিন। আবার এমন কিছু খাবার রয়েছে যা কোনও দেশের জাতীয় খাবার হিসেবে পরিচিতি পেলেও অন্য দেশে নিষিদ্ধ। দেখে নেওয়া যাক কোন কোন দেশে কোন কোন খাবারের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
ভেড়ার হার্ট, যকৃত এবং ফুসফুসের মিশেলেও যে রান্নার পদ তৈরি হতে পারে, জানতেন! এটি আবার স্কটল্যান্ডের জাতীয় খাবার! পেঁয়াজ, রসূন, ওট-মিল এবং নানান ধরনের মশলার সহযোগে ভেড়ার পাকস্থলীর ভিতর সেই মিশ্রণ ভরে রান্না করা হয় এই অদ্ভুত খাবার 'হাগিস'। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে এই হাগিস মিলবে না মোটেও। ভেড়ার ফুসফুসই যে নিষিদ্ধ সেখানে।