চিংড়ি তো অনেক রকমের দেখেছেন— বাগদা, গলদা ইত্যাদি। কিন্তু নীল রঙের লবস্টার কখনও দেখেছেন? বিরলতম এই লবস্টার ১০ লক্ষের মধ্যে একটি হয়। তা হলে বোঝাই যাচ্ছে যে, এই লবস্টার সহজে চাক্ষুস করা কতটা কঠিন ব্যাপার।
সম্প্রতি আমেরিকার এক মৎস্যজীবীর জালে উঠেছিল এই বিরলতম লবস্টার। লার্স-ইয়োহান লারসন নামে ওই মৎস্যজীবী লবস্টারের ছবি শেয়ার করেছেন। গাঢ় নীল রঙের সেই লবস্টারকে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।
পোর্টল্যান্ডে সমুদ্রে মাছ ধরার সময় লারসনের জালে ওঠে এই বিরলতম লবস্টার। তবে সেটিকে ফের জলে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন লারসেন।
This blue Lobster was caught off the coast of Portland yesterday and returned to the water to continue to grow. Blue lobsters are one in two million. pic.twitter.com/6chTk7PoLP
— Lars-Johan Larsson (@LarsJohanL) July 3, 2022
বেশির ভাগ লবস্টার হয় কাদা রঙের বা লাল রঙের। ইউনিভার্সিটি অব মেইন-এর লবস্টার ইনস্টিটিউট-এর মতে, জিনগত অস্বাভাবিকতার জন্যই এই লবস্টারের গায়ের রং নীলচে হয়।
হলুদরঙা লবস্টার আবার নীল লবস্টারের থেকেও বিরল। তিন কোটিতে একটা মেলে এই লবস্টার। এই লবস্টারকে ‘বানানা’ বলে। জিনগত রূপান্তরের কারণেই এই রং ধারণ করে লবস্টার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy