জাহাজের ধাক্কায় ঢুবছে যাত্রিবাহী লঞ্চ। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের নারায়ণগঞ্জে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে সোমবার। তাতে দেখা যাচ্ছে, পিছন দিক থেকে রূপসী-৫ নামে জাহাজটির ঠেলা খেতে খেতে যাত্রিবোঝাই এমএল আশরফউদ্দিন লঞ্চটি বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে জলের উপর কাত হয়ে ঢুবে যাচ্ছে।
যাত্রীদের অনেককে জলে লাফিয়ে পড়তে দেখা যাচ্ছে। পাড়ে দাঁড়ানো অদূরে অন্য একটি লঞ্চের প্রত্যক্ষদর্শীদের চিৎকারও শোনা যাচ্ছে ওই ভিডিয়োয়।
শীতলক্ষ্যা নদীতে রবিবারের ওই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত বহু যাত্রী নিখোঁজ। সোমবার দুপুর পর্যন্ত ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার জেরে সোমবার রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
উদ্ধারের কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত দমকল বিভাগের লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে জলপুলিশ এবং বাংলাদের উপকূলরক্ষী বাহিনীর ডুবুরি দলের সাহায্য নেওয়া হচ্ছে। বাংলাদেশ দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন সোমবার দুপুরের বলেন, ‘‘লঞ্চডুবিতে এ পর্যন্ত ছ’জনের দেহ মিলেছে। নিখোঁজদের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গিয়েছে। সোমবার ভোরে এমএল আশরফউদ্দিন লঞ্চটি উদ্ধারকারী জাহাজ দিয়ে টেনে নদীর তীরে আনা হয়। লঞ্চের ভেতরে কোনও দেহ পাওয়া যায়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy